E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার 

২০২৫ অক্টোবর ২২ ১৯:০০:৪৬
ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার 

দিলীপ চন্দ, ফরিদপুর : দেশ টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)ফরিদপুর জেলা প্রতিনিধি আনিচুর রহমান হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করেন। আজ বুধবার সকালের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামটের খোদাবক্স সড়কে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার আনিচুর রহমান জানান, সকালে অর্ধশতাধিক ব্যক্তি লাঠিসোটা নিয়ে মহড়া দিয়ে একটি বাড়ির দেয়াল ও ভবন ভাঙ্গচুর করছিলেন, এ সময় পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে এ ঘটনার ছবি তুলতে গেলে তার উপরে অতর্কিতে হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে বেধড়ক মারপিট ও কিলঘুষি দিয়ে আহত করে। এ সময় তিনি প্রাণ বাঁচাতে পাশে একটি বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা ঐ বাড়ি ঘিরে ওই সাংবাদিককে অবরুদ্ধ করে রাখেন।

পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আনিচুর রহমান জানান, হামলাকারীরা তার ব্যবহৃত একটি মোবাইল সেটসহ দুটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। তিনি জানান, এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ সময় তিনি আরো জানান, হামলাকারীরা মারধরের সময় তাকে যেখানে পাবে সেখানেই কুপিয়ে হত্যা করবে বলে হুমকি দিয়েছে, এতে প্রাণ সংশয়ে রয়েছেন তিনি।

এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

(ডিসি/এসপি/অক্টোবর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test