E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিএমএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বৈশাখী টিভির তন্ময়

২০২৫ অক্টোবর ২৭ ১৭:৩০:২৩
ডিএমএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বৈশাখী টিভির তন্ময়

স্টাফ রিপোর্টার : ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন বৈশাখী টেলিভিশনের অনলাইন এবং ডিজিটাল বিভাগের রিপোর্টার তন্ময় উদ্দৌলা। এ বছর মাল্টিমিডিয়া ফিচার ক্যাটাগরিতে সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। 

শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে লেকশোর হাইটস হোটেলে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তন্ময়ের হাতে এ পুরস্কার তুলে দেন।

বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতা ও উদ্ভাবনী কনটেন্ট নির্মাণে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আয়োজিত এই দ্বিতীয় আসরে দেশের সেরা অনলাইন, মাল্টিমডিয়া সাংবাদিক, নির্মাতা ও ডিজিটাল উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড-এর ডিজিটাল মার্কেটিং বিভাগের ম্যানেজার ও ডিএমএফ-এর সাধারণ সম্পাদক ও রায়হান রবিনের পরিচালনায় এবং দ্যা বাংলাদেশ টাইমস-এর ম্যানেজার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের নিউজ প্রেজেন্টার ফয়সাল তিতুমীর ও দ্যা বিজনেস ডেইলির হেড অব অপারেশনস ডা. তৃণা ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনি, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, জিটিভির হেড অব মার্কেটিং ফেরদৌস নাঈম পরাগসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বৈশাখী টেলিভিশনের তন্ময় উদ্দৌলাসহ এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৬ জন পুরস্কার পেয়েছেন। তারা হলেন- জাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক তুষার ইসলাম, ঢাকা পোস্টের হেড অব রিসার্চ অ্যান্ড এডিটোরিয়াল বিনয় দত্ত, ৭১ টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার ফারুক হোসেন মজুমদার, চ্যানেল আইয়ের স্পোর্টস রিপোর্টার আবু রায়হান ইফাত, দৈনিক আমাদের সময়ের সাব এডিটর কুদরাত উল্লাহ, দ্য ডেইলি সানের সিনিয়র সাব এডিটর (কালচার ও এন্টারটেইনমেন্ট ইনচার্জ) মো. জাহিদুল ইসলাম, গ্লোবাল টিভির হেড অব ডিজিটাল ইমরান হক, দৈনিক নতুন সংবাদের স্টাফ রিপোর্টার (অপরাধ) খান শান্ত, বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. আতিক হাসান শুভ, বার্তা২৪.কমের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. সিফাত রানা, এখন টিভির রিপোর্টার আসিফ ইকবাল, ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার মোস্তফা ইমরুল কায়েস, দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার জাফর ইকবাল, এনটিভি অনলাইনের পাবনা জেলা সংবাদদাতা মো. পলাশ হোসেন, দৈনিক কালবেলার মেহেরপুর জেলা সংবাদদাতা খান মাহমুদ আল রাফি, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার এস. কে. সাগর, ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভস আরিফুল ইসলাম আরমান, দৈনিক রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সোলায়মান হোসেন শাওন, নিউজ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার শারমিন পারভিন (লিয়ানা), দৈনিক যুগান্তরের নিউজরুম এডিটর ও মাল্টিমিডিয়া রিপোর্টার মো. ওয়ালিউল হাসানাত, ঢাকা পোস্টের হেড অব মাল্টিমিডিয়া সাইফুল ইসলাম, দৈনিক করতোয়ার মাল্টিমিডিয়া রিপোর্টার সামিউল আলিম, সৌদি আরবের রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ন্ডের মাল্টিমিডিয়া চায়না করেসপন্ডেন্ট মাহির দিয়ান মাহদি, কানাডার টরন্টো প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মজিদ সুজন ও গ্লোবাল টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট মো. আব্দুল খালেক।

এছাড়া ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জুরি স্পেশাল অ্যাওয়ার্ড দেয়া হয়। ইউনিভার্সাল অ্যামিটি ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আদনান হোসেন, কিরন কর্পোরেট স্কিল ডেভেলপমেন্ট, পাঠাও অ্যাপ, এনটিভি ডিজিটালের ফখরুদ্দিন জুয়েল, দীপ্ত-প্লে‘র আবু নাসিম, এনইউএসডিএফ (রিয়াজ হোসেন), স্টার ফেয়ার (চট্টগ্রাম) আলমগীর হোসেন আলো, চেকমেট ইভেন্টসের ফাউন্ডার মুহাম্মদ আমিনুর রহমান, গাজী পাম্পস অ্যান্ড মোটরস, প্রিমিয়াম হোমস লিমিটেড, যমুনা এসি, এনপলি, পালমপে, ওয়ালটন ফ্রিজ, ইগনাইট ইয়ুথ ফাউন্ডেশনের জহিরুল ইসলাম, উইগ্রো, ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাব (আইওজেএইচ), স্যাট একাডেমি, নুসরাত শামস মানিয়া, দৈনিক রূপালী বাংলাদেশের জিএম ও হেড অব মার্কেটিং মো. গিয়াস উদ্দিন ইমন, আব্দুর রউফ, সৈয়দ আবিদ হোসেন সামি, ইমরুল কাওসার ইমন, শিব্বির মাহমুদ (দিগন্ত মিডিয়া গ্রুপ), দৈনিক কালবেলা, দৈনিক যুগান্তর, শামসুদ্দিন হায়দার ডালিম ও শহিদুল আলম।

প্রধান অতিথি পেস সচিব শফিকুল আলম বলেন, ডিজিটাল মিডিয়ার মানোন্নয়ন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং মিডিয়া উদ্যোক্তাদের উৎসাহ দিতে কাজ করছে ডিজিটাল মিডিয়া ফোরাম। প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশ ও নৈতিক ডিজিটাল রিপোর্টিং সংস্কৃতি গড়ে তুলতে এই অ্যাওয়ার্ড ভূমিকা রাখবে।

ডিজিটাল মিডিয়া ফোরাম আয়োজিত দ্বিতীয় আসরে সেরা অনলাইন ফিচার, মাল্টিমিডিয়া ফিচার, ইনভেস্টিগেটিভ রিপোর্ট, বিনোদন, আলোচিত সংবাদ- প্রিন্ট, টিভি, অনলাইন, ক্রীড়া, মফস্বল সাংবাদিকতা, প্রবাস সাংবাদিকতা এবং জুড়ি স্বীকৃত বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হয়। দেশের প্রথম সারির গণমাধ্যম জাগো নিউজ, বৈশাখী টিভি, ঢাকা পোস্ট, বাংলা ট্রিবিউন, যুগান্তর, কালবেলা, ডেইলি সান, এনটিভি, ৭১ টিভি, চ্যানেল আই, নিউজ ২৪সহ অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকরা সেরা হওয়ার গৌরব অর্জন করেন।

২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই ডিজিটাল মিডিয়া ফোরাম বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও উদ্ভাবন বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান করে আসছে

(টি/এসপি/অক্টোবর ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test