E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজীপুরে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ 

২০২৫ নভেম্বর ০১ ১৯:২৯:০২
গাজীপুরে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ 

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে ৩৯ দফা  দাবিতে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শনিবার সকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ দশম ওয়েজবোর্ড গঠন, সাংবাদিকদের নিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুনসহ ৩৯ দফার দাবিতে অনুষ্ঠিত বিক্ষােভ সমাবেশে সভাপতিত্ব করেন জেইউজি'র সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম, নাসির আহমেদ, আমিনুল ইসলাম, শাহ শামসুল হক রিপন, আজিজুল হক, ফারদিন ফেরদৌস, রেজাউল বারী বাবুল, মাহমুদা সিকদার, মাজহারুল ইসলাম কাঞ্চন, আসাদুজ্জামান সাদ, বায়জিদ হোসেন, এফ এম কামাল হোসেন, হাবিবুর রহমান প্রমুখ।

সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, সরকার আসে সরকার যায়। কিন্তু সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। কিন্তু সাংবাদিকদের ন্যূনতম প্রাপ্য বেতন সুযোগ-সুবিধা বাস্তবায়ন হয় না।

সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হলে গণমাধ্যম টিকবে না। অবিলম্বে নবম ওয়েজ বোর্ড কার্যকর, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন-সব ধরনের গণমাধ্যমের সাংবাদিকদের একই ওয়েজ কাঠামোর আওতায় আনতে হবে। সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিকল্প নেই। সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, অবসরকালীন সুবিধা নিশ্চিত এবং গণমাধ্যমবিরোধী সব কালাকানুন বাতিল করতে হবে। সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার করতে হবে। তিনি এসব দাবি আদায়ের পক্ষে সোচ্চার হওয়ার জন্য সকল গণমাধ্যম কর্মীর প্রতি আহ্বান জানান।

এ বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এইসব দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

(এস/এসপি/নভেম্বর ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test