E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

২০২৫ ডিসেম্বর ০৯ ১৮:৩৯:০৯
দৈনিক নওরোজ শামসুল হক দুররানীর মুক্তির দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে শহরে বিক্ষোভ প্রদর্শন করেন। সাংবাদিক, সংস্কৃতিজন ও নওরোজ পত্রিকার পাঠকসমাজের ব্যানারে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেন নওরোজ সাহিত্য ও পাঠক ফোরাম, দিনাজপুর এবং জাতীয় রিপোর্টার্স ক্লাব কল্যাণ ট্রাস্ট, দিনাজপুর জেলা শাখার সদস্যবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন নওরোজ সাহিত্য ও পাঠক ফোরামের সভাপতি এবং চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার, বিশিষ্ট সাংবাদিক শাহ্ আলম শাহী।

এ সময় দৈনিক নওরোজ পত্রিকার সিনিয়র রিপোর্টার ও সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার সম্পাদক এবং জাতীয় রিপোর্টার্স ক্লাব কল্যাণ ট্রাস্ট, দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক বাবু আহমেদ বাব্বা এবং সদস্য সচিব মোঃ আইনুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুর রহমান, আব্দুর রাজ্জাক, আল মনসুর, জাহাঙ্গীর আলম, হাবিবুল হক তুষার, ইমরান হোসেন, ফারজানা মনি, মোঃ অনিক, মোঃ ভীম মোঃ রাজু, মোঃ হাবলু, মোঃ আতিউর রহমানসহ দৈনিক নওরোজ পত্রিকার অসংখ্য প্রতিনিধি ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একজন সত্যনিষ্ঠ সাংবাদিককে মিথ্যা মামলায় কারাবন্দি করা সংবাদপেশার প্রতি চরম অবমাননা। এটি কণ্ঠরোধের একটি অন্যায় প্রয়াস, যা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি।

তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং সরকারের কাছে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান। এবং বলা হয় 'সত্য ও ন্যায়ের পক্ষে কলম থামবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবে।সত্যের পক্ষে কলম কখনো থামে না— এই বিশ্বাসেই সাংবাদিক সমাজ আজ ঐক্যবদ্ধ।'

(এসএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test