E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সাঙ্গুর ২৫ বছরে পদার্পণ উৎসব উদযাপন

২০২৫ ডিসেম্বর ২২ ১৩:৩৬:২০
কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সাঙ্গুর ২৫ বছরে পদার্পণ উৎসব উদযাপন

রিপন মারমা, কাপ্তাই : চট্টগ্রামের পাঠকনন্দিত ও জনপ্রিয় মুখপত্র দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে কাপ্তাই পাঠক ফোরাম -এর উদ্যোগে আয়োজিত কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালী এন্ড পড হাউস কনফারেন্স রুমে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ও উৎসবমুখর পরিবেশে রজত জয়ন্তী উদযাপন করা হয়।

এরপর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক সাঙ্গু' কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন। মু. ওসমান গনি তনু'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবির হোসেন সিদ্দিকী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, রাঙ্গামাটি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও কাপ্তাই সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবির খিয়াং, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন,কাপ্তাই উপজেলা জামায়াতে আমীর হারুনুর রসিদ,কাপ্তাই উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, রাঙ্গামাটি জেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: কবিরুল ইসলাম, মামনি ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক ও সমাজ সেবক দিন মোহাম্মদ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সময় টিভি ও দৈনিক সংগ্রাম পত্রিকা প্রতিনিধি মাহফুজ আলম, সি প্লাস টিভি কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত, রাজস্থলী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: আইয়ুব চৌধুরী, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো: নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ও সমাজ সেবক ইব্রাহিম হাবিব মিলু, কাপ্তাই উপজেলা জাসাস মো: ওমর ফারুক, কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দল সদস্য সচিব মো:রফিক, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা যুগ্ম সম্পাদক হ্লাসুইমং মারমা (মং), বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, বিশিষ্ট সাংবাদিক ৭১ টিভি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকা প্রতিনিধি রিপন মারমা, দৈনিক আজাদী পত্রিকা মাল্টিমিডিয়া প্রতিনিধি অর্ণব মল্লিক, সাংবাদিক মেজবাহ,দৈনিক আলোকিত পাহাড় পত্রিকা প্রতিনিধি এম বাবুল, চিৎমরম ইউনিয়নের সমাজ সেবক সাচিংউ মারমা, ইউপি সদস্য অংসাচিং মারমা, কাপ্তাই তরুন উদ্যোক্তা বীর কুমার তঞ্চঙ্গ্যা, চট্টগ্রাম টিভি শিল্পী লিপি দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক সাঙ্গু দীর্ঘ ২৫ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিশেষ করে পাহাড়ি জনপদ ও প্রান্তিক মানুষের অধিকার আদায়ে পত্রিকাটি সাহসী ভূমিকা রাখছে। আগামীতেও সাঙ্গু তার এই গৌরবের পথচলা অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

(আরএম/এএস/ডিসেম্বর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test