E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

২০২৬ জানুয়ারি ৩১ ০০:০৮:৩০
পাংশা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

পাংশা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গনমাধ‍্যম কর্মীদের দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহে করনীয় শীর্ষক বিভিন্ন আলোচ‍্য সূচীর আলোকে, রাজবাড়ীর পাংশা উপজেলার স্বনামধন্য, পাংশা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে আজাদের এর সভাপতিত্বে, অন‍্যান‍্য নেতৃবৃন্দ সহ সকল সদস্যের উপস্থিততে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সুচনা বক্তব্যে সভাপতি একে আজাদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল গনমাধ‍্যম কর্মীদের অবশ্যই রাজনীতির উদ্ধে থেকে নিরপেক্ষ ভুমিকা পালনের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনে সজাক থাকতে হবে। কোনো দলের প্রার্থীর একক এজেন্ট হিসেবে কাজ করা মোটেও সাংবাদিকের কাজ নয়। এক প্রশ্নের জবাবে সভাপতি বলেন, বিভিন্ন সময়ে ক্লাবের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ায় এবং তাহা যথাযথভাবে প্রমানিত হওয়ায় ইতিমধ্যে যে সকল সদস্যদের ক্লাব থেকে সাময়িক অব‍্যাহতি দেওয়া হয়েছিল তাদেরকে পুনরায় ক্লাবে ফিরিয়ে আনা মোটেও সম্ভব নয় বলে তাদেরকে স্থায়ীভাবে অব‍্যাহতি দেওয়া উচিৎ বলে আমি মনে করি। এতে কারো কোনো দ্বিমত না থাকায় তাহা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন কুমার গোস্বামী তার বক্তব্যে জানান, নির্বাচনের সংবাদ সংগ্রহ ও লাইভ প্রচারের জন্য পর্যবেক্ষক কার্ড এবং স্ট্রিকার পাওয়ার জন্য আবেদন করতে অবশ্যই ছবি প্রয়োজনীয় কাগজ ক্লাবে জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ এ সভায়, পাংশা উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও পাট্টা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়াডের ইউপি মেম্বার অতুল সরকার বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের দর্পন। সমাজে ঘটে যাওয়া সব ঘটনা জনসম্মুখে তুলে ধরার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই।

সভা উপস্থাপনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন কুমার গোস্বামী। আরও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আবুল হাশেম, অর্থ সম্পাদক আব্দুস সোবহান, সদস্য মোঃ রবিউল ইসলাম, পাংশা বার্তার সম্পাদক রফিকুল ইসলাম রন্জু, উৎপল সরকার, খোন্দকার শারমীন সুলতানা সুমী মোঃ খাইরুল ইসলাম, মিরন মোল্লা, মানিক হোসেন, প্রমুখ।

(একে/এএস/জানুয়ারি ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test