E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নন্দীগ্রামে সাংবাদিকের সাথে প্রতারণা !

২০১৫ এপ্রিল ০২ ১৪:১২:৪৩
নন্দীগ্রামে সাংবাদিকের সাথে প্রতারণা !

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উত্তরাধিকার ৭১নিউজ ও দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি নজরুল ইসলামের সাথে প্রতারণা করায় থানায় অভিযোগ করেছে। বুধবার সন্ধ্যায় থানার কর্তব্যরত এসআই আলীম সরর্দার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের কলেজপাড়া গ্রামের মৃত: আব্দুর রাজ্জাকের ছেলে মাসুদ পারভেজ রানা ও উপজেলার খুদ্র শিমলা গ্রামের খয়ের আলীর ছেলে নাহিদ হাসান ৬০হাজার টাকার বিনিময়ে বেসরকারি জনৈক একটি টিভি চ্যানেলে জেলা প্রতিনিধির চাকুরি দেওয়ার নামে সাংবাদিক নজরুল ইসলামকে প্রলোভন দেখায়। এই আশ্বাসকে বিশ্বাস করে একমাসের মধ্যে চাকুরি প্রদানের নিমিত্বে চলতি বছরের ১৯ জানুয়ারি ৮/১০জন স্থানীয়দের সম্মুখে মাসুদ পারভেজ রানা ও নাহিদ হাসানের নিকট সাংবাদিক নজরুল নগদ ৫০হাজার টাকা প্রদান করেন। সাংবাদিক নজরুল ইসলাম জানান, টাকা দেওয়ার দু’মাস পেরিয়ে গেলেও চাকুরি প্রদানে তারা ব্যর্থ হয়। পরে টাকা ফেরত চাইলে তারা বিভিন্নভাবে তালবাহানা করতে থাকে। বেশ কিছুদিন ধরে ০১৭৭৪-৯৩১২৬৭ নম্বর থেকে আমাকে ফোন দিয়ে হুমকি-ধামকি দেয়। তিনি আরোও জানান, গত ৩১মার্চ বিকাল ৫টা ৫৬মি: উল্যেখিত নম্বর থেকে ফোন করে আমাকে হুমকি দিয়ে বলা হয়, তুই কোন টাকা পাবিনা। তোর কাছে আরো ১০হাজার টাকা পাওয়া যাবে। ওই টাকা দিলে চাকুরি হবে। নইলে এক টাকাও পাবিনা। বেশী চাপাচাপি করলে পরিনাম ভাল হবে না বলেও আমাকে হুমকি দেওয়া হয়। সেসময় আমি উপজেলা পরিষদ চত্তরে ডিজিটাল উদ্ভাবনী মেলার সংবাদ সংগ্রহে উপজেলা নির্বাহী অফিসার ইমাম ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপির সঙ্গে ছিলাম।
বুধবার বিকালে পাওনা টাকা উদ্ধারসহ প্রতারক ও হুমকি দাতার শাস্তি কামনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। খোজ নিয়ে জানা গেছে, অভিযুক্তরা শহরের কলেপাড়া এলাকার যুবকদের কাছ থেকে চাকুরি দেওয়ার নামে প্রতারণা অব্যহত রেখেছে। কচুগাড়ি গ্রামের ছানাউল্লাহ, কলেজপাড়ার শিবলু ও মানিকসহ প্রায় অর্ধ শতাধিক যুবকেরা প্রতারণার শিকার হয়েছে। কতিপয় কিছু প্রভাশালীদের সাথে সখ্যতা থাকায় স্থানীয়রা তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এপ্রসঙ্গে থানার কর্তব্যরত এসআই আলীম সরর্দার জানান, প্রতারণার ঘটনায় অভিযোগ পেয়েছি। স্বাক্ষীরা থানায় এসে তাদের প্রত্যোক্ষ স্বাক্ষ্য প্রদান করেছে। এবিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

(এনঅাই/পিবি/এপ্রিল ০২,২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test