E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

কুষ্টিয়ায় তিন দিন ব্যাপী  ডিজিটাল বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের উদ্বোধন

২০১৫ মে ১৬ ১৩:৪৮:৩২
কুষ্টিয়ায় তিন দিন ব্যাপী  ডিজিটাল বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় তিন ব্যাপী সাংবাদিকদের জন্য ডিজিটাল বিষয়ক এক রিপোটিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে ১৬, ১৭ ও ১৮মে তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, প্রশিক্ষক ৭১টিভির বার্তা সম্পাদক পলাশ আহসান প্রমুখ।

বক্তরা বলেন, দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে আর সরকারের এ উন্নয়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। ডিজিট্যাল যুগে প্রবেশ করে আমরা দেশের ব্যাপক উন্নয়ন সাধিত করতে পেরেছি ভবিষ্যাৎ আরো উন্নয়ন করা সম্ভব হবে গণমাধ্যম কর্মীদের সহযোগিতায়। তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সাংবাদিকদের করণীয়, ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমের ক্ষেত্রসমুহসহ নানা বিষয়ে সাংবাদিকদের বিশেষ ধারণা দেয়া হয়।

এ প্রশিক্ষণে জেলার প্রিন্ট ও ইল্কেট্রনিক্স মিডিয়ার প্রায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

(কেকে/এসসি/মে১৬,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test