E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শালিখায় যায়যায় দিন পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০১৫ জুন ০৬ ১৩:৪৫:০০
শালিখায় যায়যায় দিন পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি : দৈনিক যায়যায় দিন পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে আড়পাড়া বাজার প্রদক্ষিন করে শালিখা প্রেসক্লাবে এসে শেষ হয়। র‌্যালীতে সাংবাদিক,রাজনীতিবিদ,শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এর পর শালিখা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শালিখা প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাকের সংবাদদাতা মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ শ্যামল কুমার দে। আলোচনা সভার শুরুতে যায়যায় দিন পত্রিকার সংবাদদাতা মোঃ বাহারুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সীতান চন্দ্র বিশ্বাস, আড়পাড়া বাজার বনিক সমিতির সেক্রেটারী মোঃ আল মোর্ত্তজা মোল্যা, দৈনিক ভোরের কাগজ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি দীপক চক্রবর্তী, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আঃ রব, সংবাদ প্রতিদিন প্রতিনিধি দেবব্রত কুমার দে দেবু, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি মোঃ নওয়াব আলী,দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ শহীদুজ্জামান চাঁদ ও সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।


(ডিসি/এসসি/জুন ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test