E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version


চলে গেলেন সাংবাদিক সৈয়দ এ.কে কবির 

২০১৫ সেপ্টেম্বর ২১ ১৫:২০:২৫
চলে গেলেন সাংবাদিক সৈয়দ এ.কে কবির 

গোপালগঞ্জ প্রতিনিধি : বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও লেখক সৈয়দ এ.কে কবিরের (৭৫) জীবনাবসন হয়েছে। তিনি রবিবার রাত ২ টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে, ৩ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার বাদ জোহর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সালিনাবক্স গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে পরিবিারিক কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়।

দীর্ঘ কর্মময় জীবনে তিনি ডেইলী মুসলিম ওয়াল্ড, দৈনিক বিশ্বডাক, দৈনিক বাংলার প্রান ও ডেইলী ওয়ার্ল্ড পোষ্ট পত্রিকার সম্পাদক ছিলেন। সৈয়দ এ.কে কবির গবেষনা কাজের স্বীকৃতি স্বরূপ যুক্তরাষ্ট্রের ডেপুটি গভর্ণর এ্যান্ড রিসার্স ফেলো (এবিআই) সম্মানে ভূষিত হন। তিনি খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ সম্পাদক পরিষদের সাবেক সহ-সভাপতি ছিলেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, শ্রমজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।

(এমএইচএম/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test