E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে দি ডেইলী ষ্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের 

২০১৬ ফেব্রুয়ারি ১৪ ১৮:০৪:৩৭
দিনাজপুরে দি ডেইলী ষ্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের 

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে দি ডেইলী ষ্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের আদালতে মামরা দায়ের করা হয়েছে।

রবিবার দুপুরে দিনাজপুর আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও খানসামা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সামসুর রহমান পারভেজ বাদী হয়ে দিনাজপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এএফএম আহসানুল হকের আদালতে এই মামলা দায়ের করেন। বিচারক বাদী পক্ষের বক্তব্য শ্রবণ করে মামলাটির কার্যক্রমের আদেশ পরবর্তীতে প্রদান করবেন বলে আদালতে প্রকাশ করেন।

মামলার বাদি তার অভিযোগে প্রকাশ করেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি বাংলাদেশের জন গনের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্র“তা, ঘৃনা ও অপ-অভিপ্রায় সৃষ্টির লক্ষ্যে একটি সংস্থার নির্দেশ বাস্তবায়নে তার সম্পাদিত ডেইলী ষ্টার পত্রিকায় মিথ্যা, বিকৃত তথ্য গুজব ও মনকড়া সংবাদ তৈরী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত করেছেন। তার প্রকাশিত সংবাদ দেশের জনগনের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মামলাটি বাঃ দঃ বিঃ আইনের ১২০(খ)(২)৪১৭/৫০৫(ঘ) মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি বাদী পক্ষে পরিচালনা করেন এই কোর্টের এ্যাডঃ হযরত আলী বেলাল।


(এটি/এস/ফেব্রুয়ারি১৪,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test