E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে’

২০১৭ মার্চ ০২ ১৮:১৩:০৭
‘সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে’

টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সব সময়ই সাংবাদিকদের অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। বাংলাদেশে কতজন সাংবাদিক আছে তার কোন হিসাব সরকারের কাছে নেই। এ কারণে বাংলাদেশ প্রেস কাউন্সিল সারা দেশের সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। তিনি বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে 'আইন ও আচরণবিধি' সর্ম্পকিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

(আরকেপি/এএস/মার্চ ০২, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test