E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ভাবিপ্রবির উপাচার্যকে হুমকি প্রদানকারীর গ্রেফতার ও বিচারের দাবিতে মানবন্ধন

২০১৮ জুলাই ০৯ ১৫:৪৪:২৪
ভাবিপ্রবির উপাচার্যকে হুমকি প্রদানকারীর গ্রেফতার ও বিচারের দাবিতে মানবন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি : মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাড়ী ভংচুর ও টেক্রটাইল বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সাথে অসদাচরন ও মুঠো ফোনে ভাইস-চ্যান্সলরকে হুমকি প্রদানকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 

সোমবার দুপুরে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন ও সংবাদিক সমিতি এ মাবনবন্ধন কর্মসূচীর আয়োজন করে।

মাবনবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, রেজিষ্টার ড, মুহম্মদ তৌহিদুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশন সভাপ্রতি মোঃ মফিজুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহিন উদ্দিন, সংবাদিক সমিতির সভাপতি শাহরিয়ার সৈকত, সাধারন সম্পাদক মোহাইমিনুল কাইয়্যুম প্রমুখ। বক্তারা অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(এনইউ/এসপি/জুলাই ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test