E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

উৎবমুখর পরিবেশে হাবিপ্রবি’র ভর্তি পরীক্ষা সম্পন্ন

২০২৫ মে ০৭ ১৮:২৫:১৯
উৎবমুখর পরিবেশে হাবিপ্রবি’র ভর্তি পরীক্ষা সম্পন্ন

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে উৎসবমুখর পরিবেশেহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ বুধবার ছিলো ভর্তি পরীক্ষার শেষ দিন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় ৫ মে থেকে শুরু তিনদিন ব্যাপী এ ভর্তি পরীক্ষা আজ বুধবার (৭ মে) শেষ হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভর্তি পরীক্ষা শেষ হওয়ায় হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, আইন-শৃংখলা বাহিনী, প্রশাসন, পরিবহণ মালিক-শ্রমিক, রেলওয়ে ককর্তৃপক্ষ, মেডিকেল টিম, ভর্তি পরীক্ষার্থী,অভিভাবকসহ
সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, এ বছর ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তন্মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) ২ হাজার ৩৯৪ ও ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) ৪ হাজার ৪৫৬ জন এবং ‘ডি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৮জন।

(এসএস/এসপি/মে ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test