E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভিসির পদত্যাগের দাবিতে চলমান শাটডাউনে অচল ববি

২০২৫ মে ১২ ১৯:১৫:২৬
ভিসির পদত্যাগের দাবিতে চলমান শাটডাউনে অচল ববি

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফার দাবিতে শিক্ষার্থীদের ডাকা একাডেমিক ও প্রশাসনিক শাটডাউনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্থবিরতা দেখা দিয়েছে। 

সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ২৫ বিভাগের শিক্ষকরাও ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

যে কারণে ববির সব ক্লাসরুম ফাঁকা পরে আছে। বন্ধ রয়েছে সব প্রশাসনিক কার্যক্রম। তবে চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা, চিকিৎসা, পরিবহণ ও লাইব্রেরিসহ জরুরি সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলন এখন অপেশাদার, মামলাবাজ ও অযোগ্য উপাচার্যের পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে। আমরা এ দাবি আদায়ে ঐক্যবদ্ধ। উপাচার্য যদি দ্রুত পদত্যাগ না করেন, তাহলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

ববি’র বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায় বলেন, আমরা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে সংহতি জানিয়েছি। প্রশাসনের প্রতি আহবান থাকবে যাকে শিক্ষক-শিক্ষার্থী কেহই চায় না, তাকে অবিলম্বে অপসারণ করে সংকটের সমাধান করুন।

সংশ্লিষ্ট সূত্রমতে, ২৭ দিন ধরে চলা এ আন্দোলনের মধ্যে রবিবার (১১ মে) খোলা চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের ক্লাস ও অফিস কার্যক্রম থেকে বিরত থাকার আহবান করেন শিক্ষার্থীরা। এর কয়েকদিন আগে প্রশাসনিক দফতরগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারীরা।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন ও প্রক্টর ড. সোনিয়া খান সনির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান কর্মসূচিতে ক্যাম্পাসসহ ববি’র সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে মশাল মিছিল, মহাসড়ক অবরোধ, ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি, উপাচার্যের বাসভবনে তালা, সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ১১ মে রাতে ববি সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ফ্যাসিবাদী বিরোধী মঞ্চের ব্যানারে উপাচার্যের অপসারণের এক দফা দাবি ও শাটডাউন সফল করতে প্রতিবাদী মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা উপাচার্যকে স্বৈরাচারী, অপেশাদার ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে দ্রুত পদত্যাগের দাবি করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, উপাচার্য স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করছে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের কণ্ঠরোধ করতে মামলা দিচ্ছে। জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের দেওয়া ২২ দফা আজও বাস্তবায়ন হয়নি। এছাড়াও নানা সমস্যায় জর্জরিত ববি। তাই ববির উন্নয়নে শিক্ষার্থীরা ভিসির দ্রুত পদত্যাগের দাবি করেন। সবশেষ সোমবার সকালে একই দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করেছেন।

(টিবি/এসপি/মে ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test