E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাম্য হত্যার প্রতিবাদ

ঢাবিতে ক্লাশ-পরীক্ষা বর্জন, একাডেমিক ভবনে তালা

২০২৫ মে ১৫ ১৩:২৮:৪১
ঢাবিতে ক্লাশ-পরীক্ষা বর্জন, একাডেমিক ভবনে তালা

স্টাফ রিপোর্টার : সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধবেলা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা প্রত্যাখ্যান করে পূর্ণদিবস ধর্মঘট ঘোষণা করেছে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ নামে একটি প্লাটফর্ম। 

তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে এমন চিত্র দেখা গেছে।

এর আগে সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় আগামীকাল প্রশাসনের অর্ধবেলা শোক পালনের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ নামের নতুন এই প্লাটফর্মের অধীনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং কয়েকটি বাম সংগঠনের আধিক্য দেখা গেছে।

প্রতিবাদের শুরুতেই তারা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে তালা দেন। পরে কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে তালা দেন।

এসময় একটি মিছিলের মাধ্যমে তারা 'বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রদানে ব্যর্থ' উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ দাবি করেন।

মিছিলে উপস্থিত ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস বলেন। আমরা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে সামাজিক বিজ্ঞান ভবন, কলা ভবন, ব্যবসায় শিক্ষা ভবনে তালা দিয়েছি। বিজ্ঞান বিভাগের একাডেমিক ভবনগুলোতেও তালা দেওয়া হবে। এছাড়া আমরা পূর্ণদিবস ধর্মঘট হিসেবে প্রশাসনিক ভবনে তালা দেব।

ঢাবি শিক্ষার্থী সাম্যের মৃত্যুতে আগামীকাল প্রশাসনের অর্ধবেলা শোক প্রত্যাখান করে পূর্ণদিবস ক্লাস-পরীক্ষা বর্জন ও ধর্মঘটের আহ্বান করেছে "সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ"। প্লাটফর্মের পক্ষ থেকে শিক্ষার্থীদের আগামীকাল কোনো ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ না করার এবং সকল প্রশাসনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
ধর্মঘট শেষে বিকাল ৫টায় অপরাজেয় বাংলার পাদদেশে ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে।

(ওএস/এএস/মে ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test