হাবিপ্রবিতে “ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ইন বাংলাদেশ এডুকেশন সেক্টর” শীর্ষক কর্মশালা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে-২০২৫ উদযাপন উপলক্ষ্যে শিক্ষকদের জন্য “ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ইন বাংলাদেশ এডুকেশন সেক্টর” (বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার) শীর্ষক দিনব্যাপী কর্মশালা ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব ও হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এর নেতৃত্বে সকল শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক প্রফেসর ড. মো. নিজাম উদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা।
টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, 'আমি সম্মানি বোধ করছি আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। দিনাজপুরের সন্তান, এখানকার মাটি ও মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক, তাই এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। তিনি বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় দেখভাল করাই ইউজিসির দায়িত্ব, তারপরও আমি বলবো অবহেলিত জনপদের এই বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নেয়ার জন্য আমার ব্যক্তিগত প্রচেষ্ঠা ও কমিশনের পক্ষ থেকে যতোটুকু সম্ভব সহায়তা করা হবে। বর্তমান সময়ে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর কথা বলছি, এর কারণ হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেধাসত্ত্ব ও সৃজনশীলতাকে সুরক্ষিত করা। কুষ্টিয়ার তিলের খাজা, জামদানী কিংবা ফজলি আম, যেটার কথাই বলেন, আরও অনেক জিনিস রয়েছে যেগুলোকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হচ্ছে। সেরকম আপনার রিসার্চ বা ইনোভেটিভ আইডিয়া গুলো যে আপনার ছিল, কয়দিন পরে সেটা আপনি হারিয়ে ফেলবেন। দেশে বা বিদেশে অন্য কেউ হয়তো এটার দাবী করে বসবে, এজন্য এটিকে আমাদের সুরক্ষা প্রদান করতে হবে। এই প্রক্রিয়াকে সহজ করার জন্য ইউজিসি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ৫০টি বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে আমাদের কার্যক্রম পরিচালিত হয়েছে।'
হাবিপ্রবি’র শিক্ষকদের গবেষণা ও প্যাটেন্ট এ অনেক এগিয়ে যাওয়ায় তিনি উচ্ছশিত প্রশংসা করেন।
পরিশেষে কর্মশালায় আমন্ত্রণ জানানোর জন্য তিনি হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় এই এলাকারই গর্বিত সন্তান, তাঁকে পেয়ে আজ আমরা অত্যন্ত আনন্দিত। হাবিপ্রবি তাঁর নিজের বিশ্ববিদ্যালয়ের মতোই, তাই আশা করি তিঁনি এর সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখবেন।
তিনি বলেন, হাবিপ্রবি দীর্ঘদিন থেকে অবহেলিত, বঞ্চিত ও বৈষম্যের স্বীকার। ব্যক্তিগতভাবে অনেক মানুষ বৈষম্যের স্বীকার হতে পারে কিন্তু দুঃখের বিষয় হলো এই ভার্সিটি প্রতিষ্ঠান হিসেবে বৈষম্যের স্বীকার। আশ্চর্যের বিষয় হলো দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়ে চলমান কোন উন্নয়ন প্রজেক্ট নেই, অথচ একই সময়ে অন্য বিশ্ববিদ্যালয়ে বিশাল উন্নয়ন বাজেট দেয়া হয়েছে। এ সময় ভিসি মহোদয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট, জায়গা সংকট, শিক্ষার্থীদের আবাসিক হলের সংকটসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পরিশেষে, তিনি প্রধান অতিথি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, উক্ত কর্মশালার উদ্দেশ্য হলো, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর)/পেটেন্ট বিষয়ক সচেতনতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও তার যথাযথ সুরক্ষা নিশ্চিতকরণ, সংশ্লিষ্ট শিক্ষকদের পেটেন্ট ও আইপিআর সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণ, পাশাপাশি শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের ক্ষেত্রে আইপিআরের ভূমিকা বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। পাশাপাশি এ সময় ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর উপর অনুষ্ঠিত কুইজ এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি সহ অতিথিবৃন্দ।
(এসএএস/এএস/জুন ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘তিন মাসে জাতীয় নির্বাচনের আয়োজন হয়েছে, এক বছরেও না হওয়ার কারণ দেখছিনা’
- পাংশায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শাহীন গ্রেপ্তার
- জামালপুরে দুই টিকিট কালোবাজারি আটক
- গোপালগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সোনাতলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- ফুলপুরে পরিষ্কার পরিছন্নতার বিশেষ অভিযান
- স্বাধীনতা ও জাতিসত্তা রক্ষার লড়াইয়ে চাই জাতীয় ঐক্য
- নিউ ইয়র্কে বন্দুক হামলার সময় কর্মরত ছিলেন না নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল
- সেরা দূরপাল্লার এয়ারলাইনের স্বীকৃতি পেলো এমিরেটস
- ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন
- কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে রাঙ্গামাটি ঝুলন্ত সেতু
- কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন না শাকিব
- ৪২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন টেইলর
- ‘বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না’
- ‘তাবলিগের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে’
- ঝিনাইদহের জাকির হোসেনের ম্যাজিক তেল! পোড়া ক্ষতে কাজ করে জাদুর মতো
- সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
- ঝিনাইদহে ২ আগস্ট পর্দা উঠছে রেডিয়েন্ট প্রথম বিভাগ ফুটবল লীগের
- ১০টির বেশি সিম থাকলে ধাপে ধাপে বন্ধ করে দেবে বিটিআরসি
- স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের সভা
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০ হাজার ছাড়াল
- বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার
- ইসরায়েল পদক্ষেপ না নিলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
- রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, দেশে দেশে সুনামি সতর্কতা
- শীত আসতেই মুখ-হাত-পায়ে চামড়া উঠছে, কী করবেন?
- কমলনগরে জাল ভোট দেয়ার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার আটক
- হিমেল হাওয়ায় কাবু কুড়িগ্রামের মানুষ
- ‘কোন মানুষ অর্থের কাছে চিকিৎসায় হেরে যাবে না, সবাই বাঁচবে’
- ঝিনাইদহে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি
- রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা
- মা
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- পারিবো না
- ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা প্রদান
- অতিরিক্ত ঠান্ডায় ঠাকুরগাঁওয়ে বেড়েছে শিশু রোগীর সংখ্যা
- লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
- রোহিঙ্গাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করছে জান্তা
- লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উদযাপন
- নৌকার পক্ষে সমর্থন জানানেল এডভোকেট আব্দুল মতিন
- লক্ষ্মীপুরে দোকান ঘর বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
- মহুয়া বনে
- বিজনেস সামিটের পর্দা নামছে আজ
- ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন