E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবে ইউআইইউ রানার্স আপ

২০২৬ জানুয়ারি ১২ ১৮:৪০:৩৮
ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবে ইউআইইউ রানার্স আপ

স্টাফ রিপোর্টার : ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (ইউআইইউডিসি) ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসব ২০২৬ -এ রানার্স-আপ হয়েছে। সূর্যসেন বিতর্ক ধারার উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী এই জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ০৪ জানুয়ারি ২০২৬ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ডিবেটিং দল ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবের সেমিফাইনাল রাউন্ডে অসাধারণ বিতর্ক দক্ষতা দেখিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে বিজয় অর্জনের মাধমে ফাইনাল রাউন্ডে জন্য নির্বাচিত হয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের চূড়ান্ত পর্বে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। ইউআইইউ ডিবেট ক্লাব’র তিন সদস্যের একটি দল এই ডিবেট উৎসবে অংশ নেয়। তারা হলেন মো. তাসনিম হোসেন, মো. সুয়াদ হোসেন এবং ইকরামুল হাসিব অর্ণব। ইউআইইউ ডিবেটিং টিমের মো. তাসনিম হোসেন তৃতীয় স্পিকার ব্রেক অর্জন করে।

এই বিতর্ক উৎসবে দেশের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দল অংশগ্রহণ করে, যার মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

(পিআর/এসপি/জানুয়ারি ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test