E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা 

২০২৬ জানুয়ারি ২২ ১৯:০২:৪৯
গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি, বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি ও তাদের পেশাগত জীবনে উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সহায়তায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩০৫ নং কক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মশালা শেষ হয় দুপুর দেড়টায়।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন ও প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন বিআইসিএম-এর সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, সহকারী অধ্যাপক কালবীন ছালিমা ও প্রভাষক ইমরান মাহমুদ।

এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, পুঁজিবাজার বিনিয়োগের একটি উত্তম জায়গা। এটি সুন্দরভাবে চললে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। সুতরাং বিনিয়োগের পূর্বে এ বিষয়ে সঠিকভাবে জ্ঞান অর্জন করা জরুরি। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

(টিবি/এসপি/জানুয়ারি ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test