E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে ককটেল বিস্ফোরণ

২০২৬ জানুয়ারি ২৭ ১৭:৫৯:৫৩
গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে ককটেল বিস্ফোরণ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় জুড়ে আতংকের সৃষ্টি হয়। গতকাল সোমবার রাতের দিকে এ ককটেল বিস্ফোরেণের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, রাত পৌনে ১০টার দিকে দুইটি মোটর সাইকেলে করে চারজন দুর্বৃত্ত বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে। এসময় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা মোটর সাইকেল যোগে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে বিশ্ববিদ্যালয়জুড়ে আতংকের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় আতংক ও ভীতি। ককটেল বিস্ফোরণের খবর শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতংক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

রাতেই জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুততম সময়ে ঘটনাস্থলে অবস্থান নেন। ককটেল বিস্ফোরণে কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। বিকট শব্দে বিশ্ববিদ্যালয় গেট এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। ঘটনাস্থলের সিসি ক্যামেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করে হাতে তৈরি ককটেল নিক্ষেপ কারী দুষ্কৃতিকারীদের সনাক্তকরণসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

(টিবি/এসপি/জানুয়ারি ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test