E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

২০১৬ মার্চ ২৯ ১৬:৩৯:৩১
চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে সোহেল আহমেদ (২৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সোহেল বিশ্ববিদ্যালয়টির এমবিএ-র শিক্ষার্থী।

এ ঘটনার প্রতিবাদে দুপুর তিনটার দিকে নগরীর প্রবর্ত্তক মোড়ে সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়টির প্রায় শতাধিক শিক্ষার্থী। তারা কয়েকটি যানবাহন ও দোকানপাট ভাঙচুর করে। এতে পথচারী ও দোকান মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়টির দামপাড়া ক্যাম্পাসে বিবিএ-র ৩১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এমবিএর শিক্ষার্থী সোহেল গুরুতর আহত হয়। প্রথমে তাকে নগরীর বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

(ওএস/এএস/মার্চ ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test