E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বাকৃবিতে বেগম রোকেয়া হল

২০১৬ জুলাই ২৮ ১৩:৪৬:০৪
বাকৃবিতে বেগম রোকেয়া হল

বাকৃবি প্রতিনিধি :বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নির্মাণধীন নতুন ছাত্রী হলের নামকরণ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া হল রাখা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন। সিন্ডিকেটে অনুমোদনের পর দুটি নামের মধ্যে প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওই নাম চূড়ান্ত করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এস.ডিচৌধুরী, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুন, বিভিন্ন হলের প্রভোস্ট, জনসংযোগ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী, সহকারি পরিচালক দীন মোহাম্মদ দীনু প্রমুখ।

ছাত্রীদের আবাসন সংকট তীব্র হওয়ায় গত বছরের শুরুতে ৬৪০ আসন বিশিষ্ট নতুন হলের নির্মাণ কাজ শুরু হয়। আগামী অক্টোবরে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। নির্মাণাধীন হলের এক অংশের কাজ সম্পন্ন হওয়ায় সেখানে ছাত্রীদের ওঠানো হয়েছে। নির্মাণাধীন নতুন ছাত্রী হলের প্রাধাক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্্র বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি।






(এমএসএস/এস/জুলাই ২৮,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test