E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৩ জুলাই, ১৯৭১

কামালপুরে মুক্তিবাহিনী পাকবাহিনীর অবস্থানের ওপর আক্রমণ চালায়

২০২৫ জুলাই ০৩ ০০:৩৩:৪৮
কামালপুরে মুক্তিবাহিনী পাকবাহিনীর অবস্থানের ওপর আক্রমণ চালায়

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : একজন ক্যাপ্টেনসহ পাকবাহিনী একটি মাইক্রোবাসকে চট্টগ্রামের রামগড়- করেরহাট সড়কে চিকনছড়া নামক স্থানে মুক্তিযোদ্ধাদল এ্যামবুশ করে। এ এ্যামবুশে ক্যাপ্টেনসহ ৪ জন পাকসেনা নিহত হয়। রাজশাহীর কামালপুরে মুক্তিবাহিনী পাকবাহিনীর অবস্থানের ওপর আক্রমণ চালায়। এতে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং পার্লামেন্টে বাংলাদেশকে স্বীকৃতি দান প্রসঙ্গে জনৈক সদস্যের উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনাকালে বলেন, ভারত সরকার এ মুহুর্তে বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে না। এখনো স্বীকৃতি দেয়ার উপযুক্ত সময় আসেনি বলে সরকার মনে করেন। তবে বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।

পাকিস্তানি শাসকচক্র বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে ‘জালিয়াত’ আখ্যা দিয়ে বলে, ‘এই ব্যক্তি ইন্দো বৃটিশ অর্থের সাহায্যে চক্রান্তমূলকভাবে জঘণ্য কার্যকলাপ ও মিথ্যা প্রচারণায় নিয়োজিত।’

স্বাধীনতাবিরোধী দালালরা নোয়াখালীতে একত্র হয়। তাদের নেতৃত্ব দেন জেলা শান্তি কমিটির চেয়ারম্যান এডভোকেট সৈয়দুল হক, অধ্যাপক ফজলে আজিজ প্রমুখ। দালালরা মুক্তিযোদ্ধাদের ধ্বংস করার জন্য হানাদারদের সর্বাত্মক সহায়তা করার সিধান্ত নেয়।

তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।

(ওএস/এএস/জুলাই ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test