২৭ ডিসেম্বর, ১৯৭১
'বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে কোন প্রকার স্বজনপ্রীতি ও দুর্নীতি সহ্য করা হবে না'
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : বোম্বাই-এর সাপ্তাহিক ‘ব্লিৎস’ পত্রিকার সম্পাদক আর কে কারানজিয়া পাকিস্তানি ফ্যাসিস্ট বাহিনীকে বাংলাদেশে নরহত্যা ও ধর্ষণের দায়ে অভিযুক্ত করে বিচারের জন্য একটি যুদ্ধ অপরাধ কমিশন গঠনের আহ্বান জানান।
ঢাকার বার্তা প্রতিষ্ঠান বি.পি.আই পরিবেশিত খবরে বলা হয়, ‘ব্লিৎস’ পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় ‘শয়তানের বীভৎস মুখ দর্শনে’ নামে লিখিত একটি নিবন্ধে কারানজিয়া বলেন, এ পর্যন্ত তিনি বাংলাদেশে পাকিস্তানি বাহিনী সম্পর্কে যে তথ্য লাভ করেছেন তাতে এটাই প্রমাণিত হয়, পাকিস্তানি সৈন্যরা যুদ্ধাপরাধী, যুদ্ধবন্দী নয়। নিয়াজী, ফরমান আলী গং জেনেভা কনভেনশন অনুসারে যুদ্ধবন্দীর মর্যাদা পেতে পারে না। তারা খুনী, তারা নারীর মর্যাদা-হরণকারী, তারা সৈনিকের মর্যাদাকে ভ’লুন্ঠিত করেছে।
কারানজিয়া অভিমত প্রকাশ করেন যে, ইয়াহিয়া চক্র অতিরঞ্জিত ও ভাবাবেগ সৃষ্টি করে বাংলাদেশে জাতিসংঘ কিংবা চীন ও মার্কিন হস্তক্ষেপের পথ প্রশস্ত করার ব্যর্থ প্রচেষ্টায় নিজেদের একটি পিস্টন ইঞ্জিন বিশিষ্ট বিমান ও দুটি হেলিকপ্টারের সাহায্যে এতিমখানা ও কতিপয় এলাকায় বোমা বর্ষণ করে। তিনি তাঁর নিবন্ধে উল্লেখ করেন, তিনি এমন কয়েকজন সাংবাদিকের সাথে আলাপের সুযোগ লাভ করেছেন, যাঁরা ঢাকায় বিমান ও হেলিকপ্টারকে এতিমখানার ওপর দিয়ে উড়ে যেতে এবং সেখানে বোমা নিক্ষেপ করতে দেখেছেন। এই হামলায় বহু শিশু প্রাণ হারায়। বিদেশী সাংবাদিকরা এই ঘটনাকে দৃষ্টান্তহীন বলে অভিহিত করেছেন। এরাই যুদ্ধবন্দীর মর্যাদার জন্য দাবি করে আর তাদের অপকীর্তিকে ভারতীয় বাহিনীর ওপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা করেছে।
তিনি আরেকটি ঘটনার উল্লেখ করে বলেন, কমলাপুরে আহত ৩৬ জন ভারতীয় সৈন্যকে পাকিস্তানি কমান্ডিং অফিসারের নির্দেশে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়। ভারতীয় বাহিনীর নিকট এই ঘটনার তথ্য প্রমাণ রয়েছে।
কারানজিয়া বলেন, জেনারেল নিয়াজী এবং তার সহযোগীরা পূর্ব ও পশ্চিম রণাঙ্গনে ভণিতার আশ্রয় গ্রহণ করে। তারা ভারতীয় সৈন্যদের গুপ্তস্থান থেকে বের করার জন্য শ্বেত পতাকা উড়িয়েছে। তিনি প্রশ্ন করেন, সুতরাং পাকিস্তানি সৈন্যরা কিভাবে যুদ্ধবন্দীর সম্মান লাভ করতে পারে ?
ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল শ্যাম মানেকশ’ সকালে আলাদাভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ এর সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ বাহিনীর প্রধান সেনাপতি কর্ণেল এম.এ.জি ওসমানীও সে সময় উপস্থিত ছিলেন।
বিবিসি’র এক খবরে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো পিন্ডিতে অন্তরীণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন, তবে তাঁদের আলোচনার বিষয়বস্তু জানা যায়নি।
পুরানা পল্টনস্থ আওয়ামী লীগ অফিসে স্বাধীনতাউত্তর প্রথম কর্মীসভায় ভাষণদানকালে অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণের সাথে এই সরকারের ঘনিষ্ঠ ও নিবিড় সম্পর্ক বজায় থাকবে। বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণেরই সরকার। বাংলাদেশের জনগণের কল্যাণই এই সরকারের কাম্য। তিনি তাঁর মন্ত্রীপরিষদ সদস্য ও নিজকে জনগণের সেবক বলে অভিহিত করেন।
বিকালে বঙ্গভবনে চার জন নতুন মন্ত্রীর শপথ অনুষ্ঠান শেষে সৈয়দ নজরুল ইসলাম মন্ত্রীপরিষদ সদস্যদেরসহ পুরানা পল্টনস্থ আওয়ামী লীগ অফিসে যান। আওয়ামী লীগ কর্মী ও নেতৃবৃন্দ অস্থায়ী রাষ্ট্রপ্রধান ও তাঁর মন্ত্রীপরিষদ সদস্যদের বিপুল সম্বর্ধনা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও ঢাকা শহর আওয়ামী লীগ সম্পাদক গাজী গোলাম মোস্তফা কর্মীদের উদ্দেশে ভাষণ দেন।
সৈয়দ নজরুল ইসলাম ঘোষণা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সুখী, সুন্দর ও শোষণহীন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে মানুষে মানুষে ভেদাভেদ থাকবো না, মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে এবং সাধারণ মানুষই হবে রাষ্ট্রের ভাগ্য নিয়ন্তা। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবে রূপদানই এই সরকারের লক্ষ্য। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে কোন প্রকার স্বজনপ্রীতি ও দুর্নীতি সহ্য করা হবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে কুটনৈতিক পর্যায়ে প্রচেষ্টা চালানো হচ্ছে। পাকিস্তান জঙ্গীশাহীর পক্ষে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে বেশিদিন আটকে রাখা সম্ভব হবে না এবং অচিরেই তাঁকে মুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশে দখলদার বর্বর পাকবাহিনীর সাথে সহায়তা করার অভিযোগে আরো কয়েকজন দালালকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছে :
১. ড.হাসান জামান, প্রাক্তন পরিচালক, পাকিস্তান বিষয়ক একাডেমী।
২. নাসিরুদ্দিন আহমদ চৌধুরী,সিলেট, সদস্য নেজামে ইসলামী, প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী, সম্প্রতি তথাকথিত উপনির্বাচনে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য।
৩. মওলানা আতাহার আলী, কিশোরগঞ্জ শহর।
৪. মওলানা সাঈয়েদুর রহমান , ময়মনসিংহ শহর।
৫. বাহাউদ্দিন আহমদ, প্রাক্তন এডিশনাল এস পি, সিলেট।
৬. মো: এস বি দোজা, সিও (রেভ) কতোয়ালী, ঢাকা।
৭. নূরুল আমীন, সুপারিন্টেনডেন্ট, তেজগাঁও টেলিফোন ওয়ার্কশপ।
৮. শাহাবুদ্দিন, ফোরম্যান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই।
৯. মওলানা বজলুর রহমান, দয়াপুর, কুমিল্লা।
১০. এস এম মুজতবা খুরশিদ, প্রাক্তন ওসি,লালবাগ থানা, ঢাকা।
১১. এস আই ইউসুফ আলী চৌধুরী, প্রাক্তন ওসি,কালিগঞ্জ থানা, ঢাকা।
১২. এস আই মো: ইসহাক, প্রাক্তন ওসি,মোহাম্মদপুর থানা, ঢাকা।
১৩. হাবিলদার নওয়াব খান,ই পি সি এ এফ।
১৪. শামী, মুজাহিদ কমান্ডার, মিরপুর।
১৫. মো: আকিল (মুজাহিদ), মিরপুর।
১৬. মো: আলী ওরফে মো: আখতার আলী (মুজাহিদ), মিরপুর।
১৭. মান্না ওরফে আবদুল আজিজ (মুজাহিদ), মিরপুর।
১৮. শুর মোহাম্মদ (মুজাহিদ), মিরপুর।
১৯. শাহাবুদ্দীন, শত্রুবাহিনীর এজেন্ট।
২০. আবদুল জহীর (রাজাকার), নোয়াখালী।
২১. আনকা ওহী (রাজাকার), পার্বত্য চট্টগ্রাম।
২২. আবুল বাশার মো: শাহজাহান (আল-বদর), ফেনী, নোয়াখালী।
২৩. সৈয়দ মো: মোহেন কাদের, মোহাম্মদপুর, ঢাকা।
২৪. আনিসুর রহমান,কমান্ডার (আল-বদর)।
২৫. বিলাল হোসেন, কমান্ডার (আল-বদর)।
২৬. এস. এ. সিদ্দিকী, মিরপুর, কমান্ডার (আল-বদর)।
২৭. এ বি এম খালেক মজুমদার (আল-বদর)।
২৮. ওমর হায়াত, মিরপুর।
২৯. সিরাজদ্দীন, সদস্য, শান্তি কমিটি।
৩০. আশরাফ আলী, ‘আল-বদর’ সদস্য,ফরিদাবাদ।
৩১. এস.এম.মুনিবুল হক, আহ্বায়ক, শান্তি কমিটি।
৩২. সৈয়দ এরশাদ হোসেন, তেজগাঁও, ঢাকা।
৩৩. সৈয়দ মো: মহসিন, মোহাম্মদপুর, ‘আল-বদর’ সদস্য।
৩৪. মো: হানিফ, মিরপুর।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/ডিসেম্বর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- তারেক রহমানের আগমনে নতুন আশার আলো দেখছেন বাঁধন
- নতুন ট্রফির অপেক্ষায় বিপিএল, ডায়মন্ড খচিত ট্রফি আসছে দুবাই থেকে
- শাহবাগে আন্দোলনকারীদের কম্বল দিলো ইনকিলাব মঞ্চ
- গণধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যাচ্ছেন রাশেদ খান
- শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান
- 'বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে কোন প্রকার স্বজনপ্রীতি ও দুর্নীতি সহ্য করা হবে না'
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, চলবে অতিরিক্ত মেট্রোরেল
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- নড়াইল- ২ আসনে ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী প্রচার মিছিল
- সালথায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- গণভোটের বার্তা নিয়ে সাতক্ষীরায় ‘ভোটের গাড়ি’
- করোনা সংকটের শিক্ষা ও ভবিষ্যতের ভয়ঙ্কর বিপর্যয় থেকে রক্ষার জন্য সতর্কতা
- ফরিদপুরে মধ্যরাতে বাসায় ঢুকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- ঈশ্বরগঞ্জে শিশু ও মহিলা স্বাস্থ্য সেবা হুমকির মুখে
- প্রতিহিংসামুক্ত আগামীর স্বপ্ন ও রাজনীতির নবদিগন্ত
- ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’
- জবানবন্দি দিলেন প্রত্যক্ষদর্শী রিকশাচালক
- দেড় যুগ পর জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমান
- ‘তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে’
- গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন কোটালীপাড়ার এসিল্যান্ড
- না ফেরার দেশে ‘ফুটবলের পিকাসো’ খ্যাত রবার্টসন
- গ্যাসের চাপ ৩ দিন কম থাকবে
- টাঙ্গাইল প্রেসক্লাবে সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক মওলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- ভারতের জাতীয় শিশু পুরস্কার পেতে যাচ্ছেন সূর্যবংশী
- ছুটির দিনেও চালু থাকবে আয়কর রিটার্নের হেল্প ডেস্ক
- চা শ্রমিকদের কেউ হামলার শিকার হয়নি, জানালেন বাগান পঞ্চায়েত
- প্রধানমন্ত্রীর সহযোগতিায় বাঁচাতে চায় তপন বেপারী
- ‘আয়নাঘরসহ সব গোপন বন্দিশালা বন্ধ করতে হবে’
- কক্সবাজারে ভারী বর্ষণ, পাহাড়ধসে নিহত ২
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সবচেয়ে সৎ রাজনীতিবিদ’
- ‘বিদ্যুৎ কোম্পানিগুলো পুনর্গঠন করতে চাই’
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৯
- গাংনীর ইউএনও’র বদলি আদেশ বাতিলের দাবিতে এবার মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
- খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
- ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে কলাপাড়ায় ১৩০ পরিবারের ৭ দফা দাবিতে মানববন্ধন
- জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদানের প্রস্তুতিমূলক সভা
- রণক্ষেত্র খুলনা, শিক্ষার্থী-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মহম্মদপুরে মানবতার সেবায় ‘ছায়া’
- খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো অবরোধ চলছে
- সেন্টমার্টিনে মিয়ানমারের ২ সেনা ও ৩১ রোহিঙ্গার অনুপ্রবেশ
- সোনারগাঁয়ে এশিয়া বানী পত্রিকার সাংবাদিককে হত্যার হুমকি
- ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি প্রদান
- ঘূর্ণিঝড় ‘দানা’ পটুয়াখালীতে প্রস্তুত ৮২৯ আশ্রয়কেন্দ্র
-1.gif)








