E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জীবন অন্বেষণ: বেড়ে ওঠা, শেখা এবং সততার এক যাত্রা

২০২৫ জুন ১৩ ১৯:২২:৪৭
জীবন অন্বেষণ: বেড়ে ওঠা, শেখা এবং সততার এক যাত্রা

মোঃ আসিফ চৌধুরী


 জীবন কখনোই সোজা পথে চলে না—এটি এক দীর্ঘ যাত্রা, যেখানে রয়েছে শিক্ষা, চ্যালেঞ্জ এবং অসংখ্য সুযোগ। আমি মোঃ আসিফ চৌধুরী, বড় হয়েছি বাংলাদেশের সবুজে ঘেরা শহর শ্রীমঙ্গলে। শিকড় আমাকে শিখিয়েছে সরলতা, আর জীবনের অভিজ্ঞতা আমাকে গড়ে তুলেছে একটি পরিপক্ব দৃষ্টিভঙ্গি দিয়ে—যেটা নির্ভর করে শেখা, বৈশ্বিক উপলব্ধি এবং ব্যক্তিগত সততার উপর।

আমি ইংরেজি ও হিউম্যানিটিজ বিভাগের ছাত্র ছিলাম এবং আমার ক্যাম্পাস জীবনে বিভিন্ন ক্লাব ও সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। এসব অভিজ্ঞতা শুধু পড়াশোনাকেই সমৃদ্ধ করেনি, বরং নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কাজ করার সক্ষমতাও গড়ে দিয়েছে।

ছোটবেলা থেকেই আমি একটি সহজ সত্যে বিশ্বাস করি—শেখার কোনো নির্দিষ্ট জায়গা নেই, শেখা যায় যেকোনো জায়গা থেকে, যেকোনো মানুষের কাছ থেকে। আনুষ্ঠানিক শিক্ষা হোক বা বাস্তব জীবনের অভিজ্ঞতা—আমি সবসময়ই শেখার জন্য মন খুলে রেখেছি। ঢাকায় থাকাকালীন আমি শিখেছি কীভাবে মানুষের সঙ্গে আচরণ করতে হয়, এবং এই দক্ষতাটি আজও আমার জীবনে কাজে আসে, পেশাগত এবং ব্যক্তিগত দুই ক্ষেত্রেই।

বর্তমানে আমি কাজ করছি বিশ্বের অন্যতম সেরা ও জনপ্রিয় কোম্পানি অ্যামাজনে। এখানে কাজ করার অভিজ্ঞতা আমাকে প্রতিদিন নতুন করে অনুপ্রাণিত করে শেখার জন্য, নিজেকে আপডেট রাখার জন্য, এবং সময়ের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য। গত এক বছরে আমি বিশ্ব রাজনীতির প্রতি গভীর আগ্রহ তৈরি করেছি। দুনিয়া এখন দ্রুত বদলে যাচ্ছে, প্রতিযোগিতা বাড়ছে, এবং সেই সঙ্গে জটিলতাও। তাই টিকে থাকতে হলে নিয়মিত নিজের দক্ষতা ও যোগাযোগ ক্ষমতা বাড়াতে হবে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—সততার সঙ্গে কঠোর পরিশ্রম করলে জীবনের সব দরজা খুলে যায়। আপনি কোথা থেকে এসেছেন সেটা বড় বিষয় না, যদি আপনি সৎ থাকেন এবং কঠোর পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। জীবন ও ক্যারিয়ারের দৌড়ে আমি সবসময়ই পরিবারকেন্দ্রিক এক শান্তিপূর্ণ জীবনকেই প্রাধান্য দিই।

যারা জীবনের শুরুতে আছেন, তাদের জন্য আমার ছোট্ট একটি পরামর্শ—জীবনকে জানুন আগ্রহ নিয়ে, বেড়ে উঠুন একটি উদ্দেশ্য নিয়ে, এবং সবসময় সততায় অটল থাকুন।

লেখক: আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test