E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নওগাঁয় ‘রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি কথা’ বইয়ের মোড়ক উন্মোচন

২০২১ নভেম্বর ১৩ ১৭:৩৩:১৬
নওগাঁয় ‘রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি কথা’ বইয়ের মোড়ক উন্মোচন

নওগাঁ প্রতিনিধি : স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার দুপুরে নওগাঁয় 'রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি কথা' বইয়ের মোড়ক উন্মোচন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। 

মোরশেদ তরফদার ফাউন্ডেশনের উদ্যোগে নওগাঁ শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এই সম্মাননা দেয়া হয়। এতে মোরশেদ তরফদার ফাউন্ডেশনের আহ্বায়ক কাজী জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৫ (সদর) আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোঃ হারুন অল রশিদ। অনুষ্ঠানে ৯০জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক দেয়া হয়। এছাড়া মোরশেদ তরফদার ফাউন্ডেশনের উদ্যোগে ৫০জন মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ নিয়ে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বইটির মোড়ক উন্মোচন করা হয়।

(বিএস/এসপি/নভেম্বর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test