E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’

২০২২ ফেব্রুয়ারি ২৪ ১৫:১৯:০৫
বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’

স্টাফ রিপোর্টার : নাট্যকার রহিম আব্দুর রহিম গ্রন্থিত ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’ বইটি প্রকাশ করেছে অভিযান, যার প্রচ্ছদ এঁকেছেন অবিনাশ আচার্য। মূল্য ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় অভিযান এর ৩৫৪ নম্বর স্টলে।

লেখক ৩৮ টি শিরোনামে বঙ্গবন্ধুর জীবন আদর্শের সম্মোহনী গুণাগুণের প্রমান্যচিত্র তুলে ধরে সহজ-সরল ভাষায় প্রবন্ধ উপস্থাপন করেছেন।

এছাড়াও বঙ্গবন্ধুর কিছু উক্তি, বিশিষ্টজনের মূল্যায়ন এবং জ্ঞান-জিজ্ঞাসায় বঙ্গবন্ধুকে জানারও সুযোগ রয়েছে। মাঠে-ময়দানে, কাজে-কর্মে, আচার-আচরণে এমন কোন জায়গা নেই যেখানে বঙ্গবন্ধুর আদর্শিক পদচারনা পরে নি। বইটিতে যা স্বচ্ছ কাঁচের দেয়ালের প্রতিবিম্ব হয়ে ফুঁটে ওঠেছে। শিশু-কিশোর, তরুন-তরুনী, গায়ক-গায়িকা, মোল্লা-পুরুত সবার কাছে যা সমাদৃত হবার মতো।

(এআর/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test