শৈশব থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই
অবশেষে পুলিশে চাকরি পেলো অদম্য প্রমিতা
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : সম্প্রতি মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে দেড়হাজার আবেদনকারীর মধ্যে উপজাতি কোটায় একজনসহ ৫৬ জন উত্তীর্ণ হন। যার বেশিরভাগই এসেছেন জেলার প্রান্তিক পর্যায় থেকে। এর মধ্যে প্রমিতা দেব (১৯) নামে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের আব্দালপুর গ্রামের নি¤œবিত্ত পরিবারে বেড়ে ওঠা তরুণীও চাকুরী পেয়েছে পুলিশ বাহিনীর কনস্টেবল পদে। অবশ্য এর আগে আওয়ামীলীগ আমলে পরীক্ষা দিয়েও ভাইবাতে সুযোগ হয়নি ওই তরূণীর। জীবনে বহু প্রতিকূলতা এসেছে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন, তবুও হাল ছাড়েননি। এখন পরিবারের প্রয়োজনে চাকুরীটা তার লাগবেই। অদম্য ও কঠুর প্ররিশ্রমী প্রমিতা ভেঙ্গে না পড়ে একবছর সময়টাতে বেশ প্রস্তুতি নিয়ে ফের কসস্টেবল পরীক্ষায় নাম লেখায়।
শৈশব থেকে পুলিশ হবার সপ্নে বিভোর প্রমিতার ভাগ্যের চাকা খুলে যায় এবার। কনস্টেবল পদের জন্য সব ধাপ পেড়িয়ে উত্তীর্ণদের তালিকায় তার নামও উঠে আসে। গত ৪ ডিসেম্বর রাতে পুলিশ লাইন্সে নির্বাচিত ৫৬ জনের নাম ঘোষণা করেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন। সেখান থেকে মিলে উত্তীর্ণ তালিকায় যোগ হওয়া আত্মবিশ্বাসী ও কঠুর প্ররিশ্রমী প্রমিতা দেব নামে কলেজ পড়ুয়া ওই তরুণীর খোঁজ। প্রমিতা ছাড়াও জেলায় এবারের কনস্টেবল পদে উত্তীর্ণ হয়েছেন চা শ্রমিকের সন্তানও। তবে প্রমিতার বেড়ে উঠা সহ জীবন-সংগ্রাম আর প্রবল আত্মবিশ্বাসটা চমকে উঠার মতো।
সরেজমিন ঘুরে জানা যায়, আব্দালপুর গ্রামে সাড়ে ৩শত সনাতন ধর্মালম্বী পরিবারের বসবাস। এদের বেশিরভাগই পেশায় প্রান্তিক কৃষক। এমনই এক কৃষক পরিবারে বেড়ে উঠা প্রমিতাদের। প্রমিতাদের বাড়িতে প্রবেশ করতে চোখে পড়ে পাশের মাঠে টমেটোর চারা গাছে পানি দিচ্ছেন। সাংবাদিক জেনেই ছুটে আসেন আমাদের কাছে। বাড়িতে প্রবেশ করার পর পরিবারের লোকজন সহ আশপাশের প্রতিবেশীরাও ভীড় জমান। প্রমিতার পুলিশে চাকুরী হওয়ায় তাদেরও চোখে-মুখে আনন্দের বার্তা। জানতে চাইলাম, তার বেড়ে উঠা সহ নানা প্রসঙ্গ।
জানা যায়, বাবা লন্টু দেব আর চার বোন নিয়েই তাদের সংসার। প্রমিতার মা দিপালী রাণী দেব ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৪ সালে মারা যাওয়ার পরের বছর তার বড় বোনের বিয়ে হয়। সেই থেকে ছোট দুই বোন আর অসুস্থ বাবাকে দেখাশুনা, রান্না-বান্নার মতো কঠিন কাজ সামলে নেন শৈশব থেকে। তীব্র অভাব আর টানাপুড়নের সংসার তাদের। অর্থ সঙ্কটে অনেক সময় পরিবারের সবাইকে না খেয়ে থাকতে হয়েছে। তবুও পড়া-লেখার হাল ছাড়েননি অদম্য এই তরুণী। মা ছাড়া পরিবারে নিত্যনতুন সঙ্কট আর অভাব তাঁকে সেই শৈশব থেকে ভাবনায় ফেলে দেয়। পরিবারের আয়ের উৎস বলতে প্রমিতার বাবা সবজির চারা বিক্রি করেন। তাতেই কোনরকম চলে সংসার। বর্তমানে এই তরুণী মৌলভীবাজার মৌলভীবাজার সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
এ পর্যন্ত বেড়ে উঠার নানা স্মৃতি তুলে ধরে প্রমিতা জানান, সপ্ন ছিল পুলিশ হবার। পরিবারের প্রয়োজনে চাকুরীটা আমাকে করতে হবে। আমার বয়সী মেয়েরা প্রতিদিন ৮ থেকে ৯ টার মধ্যে ঘুম থেকে ওঠেনা। অথচ আমাকে প্রতিদিন ৫ টা থেকে ৬টার মধ্যে ঘুম থেকে ওঠতে হয়। রান্না করে তারপর স্কুলে যেতে হতো। প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত কোন দিন কোচিং কিংবা প্রাইভেট পড়িনি। যা পড়ার সবই স্কুলে শেষ করে আসতাম। শুধু মাত্র পরীক্ষার সময় সকালে ঘরে পড়া শেষ করে যেতাম। স্কুলের স্যাররাও আমাকে সাহায্য করতেন। পড়াশোনা চালাতে অনেক সময় টাকা থাকতনা, ভর্তির জন্য প্রতিবেশীরা টাকা দিয়ে সহযোগীতা করেছেন।
প্রমিতার কাকি মা রিতা দেব বলেন, ওর ছোটবেলা মা মারা যান। এখন রান্না সহ সবই ওকে করতে হয়। এর ফাঁকে পড়াশোনাও করতে হয়। অনেক কষ্ট করে পড়ালেখা করেছে। এসব করে শেষ পুলিশের চাকুরীর জন্য পরীক্ষা দিতে যায়। যেদিন তার পরীক্ষা সেদিন তার চাচা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাতে পড়তে পারেনি। পরদিন কান্না করতে করতে পরীক্ষা দিতে যায়।
প্রমিতার প্রতিবেশী কাকা বানু লাল দেব বলেন, এই মেয়েটা লেখা-পড়া চালাতে গিয়ে অনেক কষ্ট করেছে। হিমশিম খেয়েছে। কোন দিন প্রাইভেট পড়েনি, কোচিং করেনি। অনেক কষ্টের বিনিময়ে সরকারি কলেজে ভর্তি হয়েছে। এখন সে পুলিশে চাকুরী পাওয়ায় আমরা খুশি, সব চেয়ে বেশি খুশি হয়েছি তার চাকুরীর জন্য কোন ঘোষ দিতে হয়নি, টাকাও খরচ করতে হয়নি।
প্রতিবেশী ইলা দেব প্রমিতার চাকুরী হওয়ায় আনন্দে কান্নায় ভেঙ্গে পড়েন। বলেন, শৈশবে তাদের মা মারা যান, গোটা পরিবারে অসহায়ত্ব নেমে আসে। স্কুল থেকে ফিরে অনেক সময় আমাদের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করত। ইলা দেব বলেন, আমি জানতাম টাকা ছাড়া পুলিশে চাকুরী হয়না, গত পুলিশে নিয়োগের সময়ও টাকা ছাড়া ওর চাকুরী হয়নি। আমার নিজের মধ্যেও অনেকে বলেছেন টাকা ছাড়া চাকুরী হবেনা। কিন্তু এবার জানতে পারলাম কোন টাকা লাগেনি।
এদিকে প্রমিতার পুলিশে চাকুরী হওয়ায় পরিবার-স্বজন আর বান্ধবীদের পাশাপাশি খুশির বন্যা পাড়া-প্রতিবেশীর মাঝেও। তাই প্রমিতাকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে ভীড় লেগেই আছে সারাক্ষণ।
প্রমিতার বাবা লন্টু দেব বলেন, অনেক কষ্ট করে চলে পরিবার। আমার মেয়ে অনেক কষ্ট করে পড়া-লেখা করেছে। মানুষও সাহায্য করে। চাকুরীটা হওয়ায় অনেক খুশি হয়েছি।
এ বিষয়ে পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন বলেন, কোন রকম তদবির বা সুপারিশ হয়নি। মেধা আর যোগ্যতায় এ নিয়োগ হয়েছে।
(একে/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)
পাঠকের মতামত:
- ফরিদপুর-৩ আসনে ভোটের মাঠে যারা
- নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
- ভারতের বিপক্ষে টেস্টে অধিনায়ক হয়েই ফিরছেন বাভুমা
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- বলিউডের পর ইংরেজি সিনেমা নির্মাণে সৃজিত
- ঘূর্ণিঝড় ‘মোন্থা’ সন্ধ্যার পর অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে
- ‘নির্বাচনে বেশি নিয়োজিত থাকবে আনসার সদস্যরা’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাওরের উন্নয়ন করা হচ্ছে’
- ‘আরও একবার বিশ্বকাপ খেলতে চাই’
- সোনার দাম আরও কমলো
- নরম ও কোমল ঠোঁট পেতে রাতে যা করতে হবে
- সিলেটে মুক্তিবাহিনী পাকবাহিনীর ধলাই ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- চীবর উৎসর্গের মধ্য দিয়ে শেষ হলো ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব
- ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- ঠাকুরগাঁওয়ে জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- গাজীপুরে পৃথক স্থানে যুবলীগের বিক্ষোভ মিছিল
- আমিরে জামায়াতকে নিয়ে ওসির আপত্তিকর মন্তব্যে তোলপাড়, তদন্তে নেমেছে পুলিশ
- জামালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মামলা তুলে নিতে রাজী না হওয়ায় বাদিসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
- বাগেরহাটে ৪০০ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ছোট সঞ্চয়, বড় নিরাপত্তা: অর্থ ব্যবস্থাপনায় সচেতনতা
- সেনাবাহিনীর শক্ত ভূমিকাই পারে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে
- চিঠি দিও
- চাঁদপুরে চাঞ্চল্যকর ৭ খুন : গ্রেফতার ইরফান ৭ দিনের রিমান্ডে
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫
- ‘শিল্পের প্রতি টান থেকেই কলকাতায় যাওয়া’
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের ভ্রমণগ্রন্থ ‘চলতি পথের বাঁকে’
- সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে দিনরাত কথা বলছে ‘বিবর্তন যশোর’
- খ্যাতিমান সাংবাদিক রতন সরকারের প্রথম মৃত্যু বার্ষিকী আজ
- ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট, পাথরঘাটায় সংবাদ সম্মেলন
- র্যাংকিংয়েও আফগানিস্তানকে টপকে গেল বাংলাদেশ
- ‘স্বাধীনতাবিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত’
- পাকিস্তানের মাটিতে শেখ মুজিবের ‘জয় বাংলা’ ধ্বনি টিকবে না
- ঘের থেকে ভাসিয়ে দেওয়া হলো ৬০ লাখ টাকার মাছ
- লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ
- ফোবানার নতুন সভাপতি বেলাল, নির্বাহী সচিব রউফ
- ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মাদ্রিদে
- ‘বাংলাদেশের জার্সি আর গায়ে দেওয়া হলো না’
- ‘আমি নিজেকেও বড় পর্দায় দেখতে চাই, তবে এখন কিছুটা ভয় হয়’
- ‘ভারত নোংরা খেলা খেলতে পারে, দ্বিমুখী যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান’
- মেক্সিকোতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪
-1.gif)








