E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

 

কৃষকের গোলায় উঠছে নতুন ধান, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন 

২০১৯ নভেম্বর ১৯ ১৭:১৯:২৬
কৃষকের গোলায় উঠছে নতুন ধান, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : অগ্রহায়ন এর শুরুতে কৃষকের গোলায় নতুন ধান আসতে শুরু করেছে। ব্যাস্ত সময় পার করছে রাজবাড়ীর পাংশা উপজেলার ধান চাষিরা । মাঠের ধান কাটা মাড়াই রোদে শুকানো এসব কাজে সহযোগিতা করে কৃষক পরিবারের অনান্য সদস্যরা। 

পাংশা উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, খরিপ ২ মৌসুমে শীতের শুরুতে রোপা আমন ধান পাকতে শুরু করেছে। রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন এলাকার মাঠে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান উৎপাদিত হয়েছে।

এ মৌসুমে পাংশায় রোপা আমন হাইব্রিড এর আবাদ লক্ষ্য মাত্রা ছিল ৪৫০ হেক্টর উৎপাদন হয়েছে ৬৫০ হেক্টর জমিতে জাতের মধ্যে রয়েছে ধানী গোল্ড, এগ্রো-১২,শক্তি ২ এবং রোপা আমন উফশী এর আবাদ লক্ষ্য মাত্রা ছিল ১০৬৯০ হেক্টর উৎপাদন হয়েছে ১০৯২৫ হেক্টর জমিতে উৎপাদিত জাতের মধ্যে রয়েছে বিনা ৭, বিনা ১৭, ব্রিধান ৩৯, ব্রিধান ৪৯, ব্রিধান ৫২, ব্রিধান ৫৬, ব্রিধান ৫৭, ব্রিধান ৭৫, ব্রিধান ৮০, ব্রিধান ৮৭ এছারাও রোপা আমন স্থানীয় জাতের মধ্যে চাষ হয়েছে শীলকোমর , শিশুমতি, কালোজিরা, বাদশাভোগ, চিনি আতব ও বোনা আমন জাতের মধ্যে চাষ হয়েছে শীলকমর ও বাশিরাজ জাতের ধান।

কৃষক বলছে, মাঠ পর্য়ায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ সার বীজ কীটনাষক এর সহজ প্রাপ্তি ও আবহাওয়া অনুকুলে থাকায় ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

(এস/এসপি/নভেম্বর ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test