E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জমি ও ধানে আর্সেনিকের দুষণ ও প্রতিকার নিয়ে গোপালগঞ্জে কর্মশালা

২০১৪ আগস্ট ১৮ ১৮:৪৬:১৫
জমি ও ধানে আর্সেনিকের দুষণ ও প্রতিকার নিয়ে গোপালগঞ্জে কর্মশালা

গোপালগঞ্জ প্রতিনিধি : আর্সেনিক কিভাবে পানি-মাটি ও ইরি-বোরো ধানের মাধ্যমে মানুষের উপর প্রভাব ফেলে এ নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার গোপালগঞ্জ সদর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলার  কৃষি কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিসহ ৬৫ জন অংশগ্রহনকারী যোগ দেন।

আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবুল হক মিয়া প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, প্রকল্প পরিচালক ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্রফেসর ড.জন ডাক্সবুরী, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক অতুল কৃষ্ণ মল্লিক উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তরা বলেন, দেশের দক্ষিনাঞ্চলের খাবার পানি ছাড়াও সেচের পানির মাধ্যমে মাটি ও ধানে আর্সেনিকের মাত্রা বেড়ে চলেছে। বিভিন্ন গবেষনা লব্ধ ফলাফল উপস্থাপনসহ আর্সেনিকের প্রতিকারের উপায় নিয়ে বিজ্ঞানীরা আলোচনা করেন। সেচের পানির মাধ্যমে জমি ও ধানে আর্সেনিকের দুষণ নির্ধারণ ও এর প্রতিকার সম্মন্ধে ধারনা দেয়াই এই কর্মশারার মূখ্য উদ্দেশ্য বলে আয়োজকরা জানান।
(এমএইচএম/এএস/আগস্ট ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test