E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মদনে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি

২০১৪ আগস্ট ৩১ ১৭:২০:২১
মদনে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মদন পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নে ৪শ হেক্টর রোপা-আমন ধান জমি তলিয়ে গেছে। এতে এ এলাকার কৃষকদের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বন্যার পানি অনতিবিলম্বে সরে না গেলে চারার অভাবে এ এলাকায় আমন চাষ করা সম্ভব হবে না বলে আমন চাষীরা অভিমত ব্যক্ত করেন।

এ এলাকার কৃষকরা বোরো ধান আবাদের সহায়ক হিসাবে আমন ধান চাষ করে থাকে। যদি আমন চাষ করা সম্ভব না হয় তবে এ এলাকায় কৃষক পরিবারের মধ্যে দূরবস্থা দেখা দিবে। মদন কৃষি সম্প্রসার অফিস সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে মদন উপজেলায় ১০ হাজার ১শ হেক্টর জমিতে উপশী ও দেশীয় জাতের রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

শ্রাবনে আগাম বর্ষার পানি দ্রুত সরে যাওয়ায় আমন চাষীরা আগাম চাষাবাদে ব্যস্ত হয়ে পড়ে। বন্যায় মদন পৌরসদরসহ উপজেলার ফতেপুর, তিয়শ্রী, নায়েকপুর, কাইটাইল, চানগাঁও ও মদন ইউনিয়নে ৪শ হেক্টর রোপা আমন জমি তলিয়ে যায়। উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সরজমিনে ঘুরে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়ন করেছেন বলে ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম রসুল আমাদের এ প্রতিনিধিকে জানান।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ হারেছ জানান, কৃষকদের ক্ষয়-ক্ষতির ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে তবে এখন পর্যন্ত কোন ত্রাণ সামগ্রী পৌঁছেনি।

(এএমএ/এএস/আগস্ট ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test