E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কেন্দুয়ায় অভ্যন্তরিন বোরো সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

২০২৪ মে ১৬ ২০:২০:৫৭
কেন্দুয়ায় অভ্যন্তরিন বোরো সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : খাদ্য বিভাগের উদ্যোগে কেন্দুয়ায় অভ্যন্তরিন বোরো সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খাদ্য গুদাম প্রাঙ্গনে এ সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা-৩ আসনের এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।

এসময় তিনি বলেন, মানসম্মত খাদ্যশস্য গুদামে সংগ্রহ করতে হবে। এবিষয়ে কোন অনিয়ম দুনীতি সহ্য করা হবে না।

উদ্বোধন কালে আরও বক্তব্য রাখেন আভ্যন্তরিন বোরো সংগ্রহ কর্মসূচির সভাপতি কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাকাব্বির হোসেন খান জানান, ৪৫ টাকা কেজি দরে সিদ্ধ চালের লক্ষ্য মাত্রা নিধারণ করা হয়েছে ৩০৮৯ মেট্রিক টন। ৪৪ টাকা কেজি দরে আতপ চালের লক্ষ্য মাত্রা নিধারণ করা হয়েছে ৩৭৫ মেট্রিক টন।

এছাড়া ৩২ টাকা কেজি দরে ২০৫০ মেট্রিক টন ধানের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। ৭ মে থেকে শুরু হয়ে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে।

উদ্বোধন কালে চালের গুণগত মান পরিক্ষা নিরীক্ষা করে দেখা হয়। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

(এসবিএস/এএস/মে ১৬,২০২৪)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test