E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বৃষ্টির পানিতে পচন ধরেছে পাটের গোড়া, ক্ষতির মুখে পাট চাষিরা 

২০২৫ জুন ১১ ১৮:০১:৪৩
বৃষ্টির পানিতে পচন ধরেছে পাটের গোড়া, ক্ষতির মুখে পাট চাষিরা 

সালথা প্রতিনিধি : পাট ও পেঁয়াজের রাজধানী ফরিদপুরের সালথা উপজেলার নিচু এলাকায় এবছর কয়েকদিনের ভারী বৃষ্টিতে পাটক্ষেতে পানি জমে যাওয়ায় ও ভাপসা গরমে পাটের গোড়া পঁচন ধরেছে। কিছু কিছু জমির অপরিপক্ক পাট কাটতে দেখা গেছে। এতে লোকসান গুনতে হবে কৃষকদের।

এই উপজেলায় ৯২ শতাংশ কৃষক পাট চাষাবাদ করে থাকেন। পাটের ফলনও ভালো হয়। তবে, এবার কয়েকদিনের অনবরত বৃষ্টিতে অপরিপক্ক পাটে জমেছে বৃষ্টির পানি। এতে পাটের গোড়া পঁচার আশঙ্কা করছে কৃষক। এখন কৃষক না পারছে পাট কাটতে, না পারছে জমিতে রাখতে। ফলে কৃষকদের মধ্যে উভয় সঙ্কট দেখা দিয়েছে।

সালথার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহার আগের কয়েকদিনের ভারী বৃষ্টিতে কৃষকের নিচু জমিতে বৃষ্টির পানি জমে আছে। তাইতো পাটের গোড়া পঁচনধরার সাথে সাথে প্রচুর জর গজাচ্ছে। তাই কাটা যাচ্ছে না পাট। আবার কাটলেও কোন ফলন নাই। এতে পাট চাষে লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের।

সালথার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের পাটচাষি ভুলু ফকির বলেন, এবার আমরা কয়েক বিঘা জমিতে পাট চাষ করেছি। পাট হয়েছিলও মোটামুটি ভালোই। কিন্তু, পাটের মাঝামাঝি সময়ে কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে অধিকাংশ জমিতে পানি জমে গেছে। আমাদের পাটের গোড়া পঁচে যাচ্ছে। তবে, পাট কাটলেও ফলন হবেনা। আমাদের মাথায় হাত।

একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আছিরদ্দিন মাতুব্বর বলেন, এবছর ৪বিঘা জমিতে পাটের আবাদ করেছি। বৃষ্টির পানিতে পাটখেতে পানি জমে পাটের গোড়া পচন ধরেছে। তাই জালিপাট কেটে ফেলছি। এপাটের ফলন নাই। এতে অনেক ক্ষতির মধ্যে পড়ে যাবো।

সালথা কৃষি অফিস বলছে, হঠাৎ কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে সালথার অধিকাংশ নিচু জমিতে পানি জমেছে। এতে পাটের গোড়া পঁচার আশঙ্কা রয়েছে।

(এএন/এসপি/জুন ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test