E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ

২০২৫ জুন ২৩ ১৪:৩৩:৩৪
ফরিদপুরে ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ

দিলীপ চন্দ, ফরিদপুর : কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ফরিদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুম উপলক্ষে সোমবার (সকাল সাড়ে ১০টায়) ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এই চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে ৩০০ জন কৃষকের হাতে উন্নত জাতের মোট ১৫০০টি নারিকেল চারা তুলে দেওয়া হয়। প্রতিজন কৃষক পান ৫টি করে চারা।

ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ রানা, সহকারী কৃষি কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রব ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।

স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উন্নত জাতের নারিকেল চারা বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে একদিকে কৃষকের আয় বাড়বে, অন্যদিকে নারিকেলের উৎপাদনেও আসবে ইতিবাচক পরিবর্তন।”

উপজেলার কৃষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও কৃষি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

(ডিসি/এএস/জুন ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test