E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ব্রি ধান-৯৮ বিষয়ক মাঠ দিবস সফলভাবে সম্পন্ন

২০২৫ জুন ২৮ ২৩:৪৪:৫৭
ফরিদপুরে ব্রি ধান-৯৮ বিষয়ক মাঠ দিবস সফলভাবে সম্পন্ন

দিলীপ চন্দ, ফরিদপুর : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)-এর আয়োজনে ফরিদপুরের দেবীনগর গ্রামে ‘উচ্চফলনশীল ব্রি ধান-৯৮ চাষ’ বিষয়ক একটি মাঠ দিবস সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ‌এসডিসির বাখুন্ডা শাখার আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে ৭৫ জন স্থানীয় কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদ রানা। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আহাদুজ্জামান, এসডিসির কৃষি কর্মকর্তা সুমাইয়া হাসান এবং সহকারী কৃষি কর্মকর্তা সাজিদ আহমেদ উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে ব্রি ধান-৯৮, একটি উচ্চফলনশীল ধানের জাত, নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই জাতটি উচ্চ ফলন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর হওয়ায় কৃষকদের মাঝে জনপ্রিয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের এই ধানের চাষ পদ্ধতি সম্পর্কে শিক্ষিত করা এবং এর প্রয়োগকে উৎসাহিত করা।

এসডিসি এবং পিকেএসএফ-এর এই যৌথ উদ্যোগ ফরিদপুরের কৃষি খাতে টেকসই উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ব্রি ধান-৯৮ চাষের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

(ডিসি/এএস/জুন ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test