E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

টাঙ্গাইলে অসময়ের বৃষ্টিতে শীতকালীন সবজি চাষে ক্ষতির শঙ্কা

২০২৫ নভেম্বর ০২ ১৯:১৬:৩৯
টাঙ্গাইলে অসময়ের বৃষ্টিতে শীতকালীন সবজি চাষে ক্ষতির শঙ্কা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে গত কয়েকদিন থেকেই মুষলধারে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এতে শীতকালীন সবজিসহ ধানের ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। এছাড়াও ঠান্ডা, জ্বরসহ বিভিন্ন রোগবালাই বাড়তে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। 

আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে তবে গত শনিবার তিন ঘণ্টায় জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এর মধ্যে গত শনিবার সকাল থেকে দিবাগত রাত পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। ফলে সবজির ক্ষয়ক্ষতির পাশাপাশি দিন মজুর থেকে শুরু করে রিকশাচালকরা কাজে বের হতে পারেনি। এদিকে বাজারেও লোকজনের উপস্থিতি কম দেখা গেছে।

অলোয়া গ্রামের সবজি চাষী ফয়সাল বলেন, ‘পালন শাক, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন সবজির চাষ করেছিলাম। অসময়ের বৃষ্টিতে সব ক্ষতি হতে পারে।’

ঘারিন্দা এলাকার চাষি জহুরুল ইসলাম বলেন, ‘ফুলকপি, বাঁধাকপির চারাসহ বিভিন্ন সবজির চাষ করেছিলাম। দুই এক দিনের মধ্যে পানি না শুকালে সবই লোকসান হবে।’

টাঙ্গাইল শহরের পার্ক বাজারের ব্যবসায়ী সোলায়মান বলেন, ‘বিগত কয়েক দিন থেকেই বৃষ্টি হচ্ছে। আজকেও সারাদিন মেঘলা আকাশ। যে কারণে বাজারে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের উপস্থিতি কম।’

অপর ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, ‘স্বাভাবিক সময়ে অতিরিক্ত রিকশার কারণে শহরে যানজট লেগেই থাকে। আজকে একটি রিকশার জন্য প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।’

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, আজকে সারাদিন আকাশ মেঘলা রয়েছে। রাতে ভারী বর্ষন হবার সম্ভাবনা রয়েছে। তবে গত শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে যার এযাবতকালের রেকর্ড ভেঙেছে। এ অবস্থা আর কয়েক দিন থাকতে পারে।

(এসএম/এসপি/নভেম্বর ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test