E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চোখ জুড়ানো সরিষা ফুলের হলুদ আভা 

২০২৫ ডিসেম্বর ২৫ ১৭:০৮:০১
চোখ জুড়ানো সরিষা ফুলের হলুদ আভা 

আবু নাসের হুসাইন, সালথা : সরিষা ফুল সৌন্দর্যের প্রতীক। এছাড়া সরিষার তেল মানবদেহের জন্য খুবই উপকারী। তাই তো, কৃষকরা অন্য ফসলের পাশাপাশি সরিষার আবাদ করে থাকে। ফরিদপুরের সালথা উপজেলার মাঠজুড়ে রয়েছে পেঁয়াজের আবাদ। পেঁয়াজ চাষের পাশাপাশি সরিষা আবাদও করেছেন কৃষকেরা। এসব জমিতে চোখ জুড়ানো সরিষা ফুলের হলুদ আভা চোখে পড়ে। শীতের শেষে বসন্তের আগমনে এই হলুদ গালিচা প্রকৃতি যেমন সাজিয়েছে, তেমনি আশার আলো দেখাচ্ছে কৃষকদের চোখে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সালথা উপজেলায় ৫৩০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় গাছে গাছে ভালো ফুল এসেছে এবং ফলনও আশাব্যঞ্জক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরিষা চাষিরা জানান, সালথা উপজেলা পেঁয়াজের জন্য বিখ্যাত এখানকার চাষিরা পেঁয়াজ চাষ বেশি করে থাকেন। তারপরও কিছু কিছু জমিতে সরিষা আবাদ করা হয়েছে। এবার বীজ বপনের পর পর্যাপ্ত শীত ও কুয়াশা না থাকায় গাছের আকৃতি ভালো আছে। পাশাপাশি পোকার আক্রমণ তুলনামূলক কম হওয়ায় চাষে বাড়তি খরচও হয়নি। সরিষা গাছে ফুল অনেক ভালো হয়েছে।

চাষিরা আরো জানান, সরিষা ফুল সৌন্দর্যের প্রতীক। এছাড়া সরিষার তেল মানবদেহের জন্য খুবই উপকারী। তাইতো, কৃষকরা অন্য ফসলের পাশাপাশি সরিষার আবাদ করে থাকে।

সালথা উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার বলেন, চলতি মৌসুমে উপজেলায় সাড়ে ৫শ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। রোগবালাই কম হওয়ায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, সরিষা চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের প্রণোদনা হিসেবে সার ও বীজ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত জমি পরিদর্শন করছেন এবং কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

(এএন/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test