E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পলাশবাড়ীতে সরিষার বাম্পার ফলন

২০১৭ জানুয়ারি ১৩ ১৭:৫৭:৫৭
পলাশবাড়ীতে সরিষার বাম্পার ফলন

গাইবান্ধা প্রতিনিধি : পলাশবাড়ীতে চলতি মৌসুমে রোগ বালাই ছাড়া এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। সরিষা একটি শীতকালীন রবিশষ্য তৈল জাতীয় ফসল। সরিষা প্রতি হেক্টর জমিতে ১৬-১৮ মন পর্যন্ত উৎপন্ন হয়।

পলাশবাড়ী কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, জেলায় এবার আড়াই হাজার হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, আবহওয়াা অনুকুল থাকায় এবারে সরিষার বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। বতমান সরিষার মাড়াই চলছে।

সরেজমিন পলাশবাড়ীর রামচসবদ্রপুর ও বরিশালের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় প্রতিটি গ্রামে বাড়ীর উঠানে ও জমির ক্ষেতে কৃষকরা গরু দিয়ে সরিষা মাড়াই করছে।

গেয়ালপাড় গ্রামের আবুল হোসেন জানান, তিনি এবার এক বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। সরিষা চাষে তেমন খরচ লাগে না। এ ফসলটি প্রকৃতিগত ভাবেই উৎপন্ন হয়। বাজারে সরিষার দামও ভাল। প্রতিমন সরিষা ১৫‘শ থেকে ১৬‘শ টাকা দরে কেনাবেচা হচ্ছে। এলাকার গাছিরা গৃহস্তের বাড়ী থেকে সরিষা কিনে নিজস্ব ঘানিতে তা ভেঙ্গে তৈল করে গ্রামে গ্রামে বিক্রী করছেন। শীত মৌসুমে গ্রামের মানুষ ‘খাটি গাছবোয়া সরিষার তৈল’ দিয়ে তরকারী খান এবং গায়ে মাখেন।

(এসআইআর/এএস/জানুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test