E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ব্রাজিলের ৭-১ গোলের হার গিনেস বুকে!

২০১৪ জুলাই ১৬ ১২:০২:২৬
ব্রাজিলের ৭-১ গোলের হার গিনেস বুকে!

ক্রীড়া ডেস্ক : ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর বসেছিল উরুগুয়েতে। সর্বশেষ আসরটি বসে ব্রাজিলে ২০১৪ সালে। বিশ্বকাপ ফুটবলের এই ৮৪ বছরের ইতিহাসে অনেক রেকর্ড হয়েছে। পুরনো রেকর্ড ভেঙে হয়েছে নতুন রেকর্ড।

তবে আয়োজক দেশ হিসেবে চলতি আসরে ব্রাজিল যে রেকর্ড গড়েছে সেটা ফুটবল ক্যাটেগরিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে স্থান পাওয়ার যোগ্য। সম্প্রতি শেষ হওয়া আসরের আগে বিশ্বকাপের ১৯টি আসর মাঠে গড়িয়েছে। ব্রাজিলের চেয়েও ঢের দুর্বল দল জাপান, দক্ষিণ-কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের মতো দেশও বিশ্বকাপের আয়োজক দেশ হয়েছিল। কিন্তু ব্রাজিলের মতো ঘরের মাঠে কেউ ৭-১ গোলের ব্যবধানে হারেনি।

স্বাগতিক দেশ হয়েও ব্রাজিলের এমন হার নতুন করে লিখতে বাধ্য করেছে বিশ্বকাপ ফুটবল সংক্রান্ত অনেক রেকর্ডও। বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের ম্যাচটিই হলো কোনো স্বাগতিক দেশের জন্য সবচেয়ে বেশি গোলে হারার রেকর্ড। শুধু তাই নয়, ব্রাজিল বিশ্বকাপেই সর্বোচ্চ ১৭১ গোলের রেকর্ড হয়েছে। অবশ্য ১৯৯৮ বিশ্বকাপেও ১৭১ গোল হয়েছিল। সেই রেকর্ড ২০১৪ সালে এসে আরো একবার হল।

আর এই রেকর্ড হওয়ার পেছনে ব্রাজিলের ৭-১ গোলের ব্যবধানের হারটি বেশ প্রভাব বিস্তার করেছে। কারণ ব্রাজিল কম ব্যবধানে হারলে ১৭১ গোলের রেকর্ডটি হত না। সবদিক বিবেচনা করলে ব্রাজিলের ৭-১ গোলের হারটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেতে পারে।

(ওএস/এইচআর/জুলাই ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test