E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

১০টি পাঠাগার উদ্বোধন করলো জাতীয় পাঠাগার আন্দোলন

২০১৭ অক্টোবর ২৬ ২১:৫২:১৯
১০টি পাঠাগার উদ্বোধন করলো জাতীয় পাঠাগার আন্দোলন

নিউজ ডেস্ক : 'পাঠাগার করলাম শুরু, বই পড়ি পাঠাগার গড়ি' শিরোনামে গতকাল বুধবার(২৫ অক্টোবর) সারাদেশে জাতীয় পাঠাগার আন্দোলন (জাপাআ) উদ্বোধন করলো ১০টি পাঠাগার। পাঠাগারগুলো উদ্বোধন করেন ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক ড. মতিউল আলম এবং নো ভ্যাট অন এডুকেশন আন্দোলনের উদ্যোক্তা ও জাতীয় পাঠাগার আন্দোলনের প্রতিষ্ঠাতা, সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ চৌধুরী শুভ।

এসময় দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাঠাগার প্রতিনিধিদের হাতে সনদ ও বই তুলে দেন তারা।

আশিক তমালের সঞ্চালনায় চ্যানেল ২৪ এর জ্যেষ্ঠ প্রতিবেদক এবং পাঠাগার আন্দোলনের উপদেষ্ঠা পরিষদ সদস্য আরিফুল সাজ্জাতের সভাপতিত্বে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৭ম তলায় আয়োজিত পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়দী। তবে প্রোগ্রাম শুরু হওয়ার কয়েক মিনিট আগে তিঁনি অসুস্থতা অনুভব করায় প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি।

প্রধান বক্তা ছিলেন ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মতিউল আলম এবং প্রধান আলোচক ছিলেন কবি, সাংবাদিক ও প্রথম আলোর সহকারি সম্পাদক ফারুক ওয়াসিফ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সহকারি সচিব ড. অপরুপ চৌধুরী, উপ-সচিব ও নির্বাচন কমিশনের আইন বিভাগের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহসিনুল হক, সহকারি পুলিশ কমিশনার আশরাফ উল্লাহ, এবং এইচ টি গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান তানবীরুল ইসলাম মাহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মতিউল আলম বলেন, সময়টা এখন পরিবতর্নের। পাঠাগার আন্দোলন এই পরিবর্তনের জন্যে একটি আদর্শ মাধ্যম বলে আমি মনে করি। দেশে পড়–য়া জাতি তৈরি না হলে আগামীর বাংলাদেশ কারা নির্মাণ করবে। যারা শুধু বই কপি করে পড়াশুনা করে না, দেশকে বুকে ধারণ করে তারাই এই আন্দোলনের সাথে যুক্ত। আমি গর্বিত এমন একটিমহৎ আন্দোলনের অতিথি হতে পেরে। সরকারকে অনুরোধ করবো এই আন্দোলনের সহযোগি হওয়ার জন্যে।

আলোচক ফারুক ওয়াসিফ বলেন, জীবন খুব ছোট। কিন্তু এই ছোট জীবনের যে দায়িত্ব ও বোঝাপড়া আমরা সেটা কতজনে বোঝার সামর্থ রাখি? এ সময় উপস্থিত শ্রোতাদের তিঁনি প্রশ্ন করেন, আজকের যে তরুণ সমাজ আমরা নির্মাণ করছি, তারা কতটুকু যোগ্য দেশের হাল ধরতে? এই তরুণ সমাজ কি আমাদের পরিবারের অংশ না?

এসময় ২০১৫ সালের বেসরকারি উচ্চ শিক্ষায় কর আরোপের কারনে ঘটে যাওয়া ভ্যাট আন্দোলনের কথা টেনে তিঁনি বলেন আরিফ চৌধুরী শুভ ভ্যাট আন্দোলনের উদ্যোক্তা। আরিফ শুভরা সেদিন না থাকলে এতদিনে আমাদের উচ্চ শিক্ষার ইতিহাস হতো করযুক্ত। হয়তো সেটি বেড়ে দ্বিগুনও হয়ে যেত। উচ্চ শিক্ষার স্বপ্ন ভঙ্গ হতো অনেক মধ্যবিত্তের। এটা নিশ্চয় আমাদের জন্যে ভালো সংবাদ হতো না। তাই আরিফ শুভদের মতো তরুণদের, যারা পাঠাগার আন্দোলনের মতো একটি বিরাট স্বপ্ন দেখে ঘরে ঘরে পাঠাগার নির্মাণের, আগে তাদের নির্মাণ করা আমাদের দায়িত্ব। বাংলাদেশের কাছে আমার প্রশ্নো আমরা কি সত্যি সেটি করছি ?


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারি সচিব ড. অপরুপ চৌধুরী বলেন, আমিও আমার গ্রামে একটি পাঠাগার করবো। এই আন্দোলনের তরুণরা আমাদের সেই তারুণ্য মনে করিয়ে দিল। অনেকদিন ভুলে গেছি আমাদের আসলে আর কি কি করা উচিত। পাঠাগার আন্দোলন সত্যি আমাদের দেশের জন্যে একটি উপহার আমার কাছে।

পাঠাগার আন্দোলনের প্রতিষ্ঠাতা আরিফ চৌধুরী শুভ বলেন, এই সময়ে একটি আন্দোলন দরকার। আমরা মনে করি সেটি পাঠাগার আন্দোলন। ঘরে ঘরে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যে যে লুকায়িত স্বপ্ন সেই স্বপ্নকে বিষ্পোরিত করতে হবে। তাহলে যেমন স্বপ্নের মৃত্যু হবে না তেমনি স্বপ্ন হয়ে উঠবে বাস্তব। পাঠাগার আন্দোলন পাঠক, পাঠাগার প্রেমিদের আত্মার স্বপ্ন। তাই সকলের সহযোগিতা দরকার আমাদের।

উদ্বোধন হওয়া ১০টি পাঠাগার হলো লক্ষ্মীপুরের ফরাশঞ্জের আলোকিত পাঠাগার, চুয়াডাঙ্গার গোপালপুরের প্রগতি সাহিত্য পাঠাগার, লক্ষ্মীপুরের আন্দারমানিক গ্রামের আন্দার মানিক পাঠাগার, নোয়াখালির চাটখিলের মুন্সি-তা ঈন উল্লাহ স্মৃতি পাঠাগার, সিরাজগঞ্জের মুকুন্দবাতি গ্রামের বেলকুচি বুক ক্লাব, লক্ষ্মীপুরের কমল নগর রামগতির জনকল্যাণ আদর্শ পাঠাগার, কুড়িগ্রামের রোমারি গ্রামের সাংবাদিক মান্নান স্মৃতি পাঠাগার, নোয়াখালির কেরামত নগরের জাগরণ পাঠাগার।

বেসরকারি ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের সকল পাঠাগারকে একটি সুসংগঠিত করা, বন্দ পাঠাগার চালু করা এবং প্রতিটি গ্রামে একটি করে পাঠাগার গড়ে তোলার মাধ্যমে কোটি পাঠক সৃষ্টির লক্ষে ২০১৭ সালের ২২ জানুয়ারী আত্মপ্রকাশ ঘটেছে জাতীয় পাঠাগার আন্দোলন নামক একটি সংগঠনের। এই সংগঠনের প্রতিষ্ঠাতা, ভ্যাট আন্দোলনের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আরিফ চৌধুরী শুভ।

(ওএস/অ/অক্টোবর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test