E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ২৭ সফল আত্মকর্মী-সংগঠক

২০১৭ অক্টোবর ৩১ ২০:১৮:০৫
জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ২৭ সফল আত্মকর্মী-সংগঠক

স্টাফ রিপোর্টার : প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মধ্য থেকে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি হিসেবে ২২ জন সফল আত্মকর্মী ও ৫ জন সফল যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার দেয়া হবে।

রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেবেন।

মঙ্গলবার সচিবালয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, এ বছর জাতীয় যুব দিবসের মূল প্রতিপাদ্য ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন।’

বীরেন শিকদার বলেন, ‘১ নভেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। পুরস্কার হিসেবে প্রত্যেককে বিভিন্ন ক্যাটাগরিতে ৫৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকার চেন, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হবে।’

ওসমানী মিলনায়তনে যুব পুরস্কারপ্রাপ্তদের উৎপাদিত পণ্যের ডিসপ্লে রাষ্ট্রপতি পরিদর্শন করবেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘১ নভেম্বর বেলা আড়াইটায় হোটেল ওয়েস্টিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, কমনওয়েথ ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সমন্বিত উদ্যোগে দেশি-বিদেশি যুব প্রতিনিধি, যুববিষয়ক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নীতি-নির্ধারক এবং স্টেক হোল্ডারদের অংশগ্রহণে যুব সম্মেলন হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’

মেধা কোটায় সারাদেশে প্রথম স্থান অধিকারী ৫৫ হাজার টাকা ও দ্বিতীয় হওয়া আত্মকর্মী পাবেন ৪৫ হাজার টাকা। বিভাগীয় কোটায় প্রতি বিভাগে দুই জন করে মোট আট বিভাগে ১৬ জনকে পুরস্কৃত করা হবে। এক্ষেত্রে প্রত্যেকে ৪০ হাজার টাকা করে পাবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, অটিস্টিক কোটায় একজন, নারী কোটায় একজন ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় একজন করে আত্মকর্মী পুরস্কার পাবেন। এক্ষেত্রে প্রত্যেককে ৪০ হাজার টাকা করে দেয়া হবে।

এছাড়া শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে প্রথম স্থান অধিকারীকে ৫০ হাজার টাকা ও দ্বিতীয় স্থানে থাকা সংগঠককে ৪৫ হাজার টাকা দেয়া হবে। শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে নারী কোটায় প্রথম স্থান অধিকারী পাবেন ৫০ হাজার টাকা ও দ্বিতীয় স্থান অধিকারী পাবেন ৪৫ হাজার টাকা। অটিস্টিক বা বিশেষ চাহিদাসম্পন্ন নারী সংগঠন হিসেবে একজন পাবেন ৪০ হাজার টাকা।

যুব উন্নয়ন অধিদফতর বর্তমান সরকারের সময়ে ২১ লাখ ৮ হাজার ৩৯৪ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে জানিয়ে বীরেন শিকদার বলেন, ‘এর মধ্যে ৫ লাখ ৫৮ হাজার ৩৬৫ জন আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন।’

ন্যাশনাল সার্ভিস কর্মসূচি পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এই কর্মসূচির আওতায় এ পর্যন্ত এক লাখ ১৪ হাজার ৩৪ জনকে প্রশিক্ষণ এবং এক লাখ ১১ হাজার ৬৯৯ জনের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া সচিব মো. আসাদুল ইসলাম এবং যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/অক্টোবর ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test