E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ট্রেনে ঢিল প্রতিরোধে বিশেষ নজরদারি

২০১৪ জুলাই ২৫ ১৩:৪৮:৫২
ট্রেনে ঢিল প্রতিরোধে বিশেষ নজরদারি

স্টাফ রিপোর্টার : ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনে ঢিল ছোড়া প্রতিরোধে ‘বিশেষ নজরদারি’ শুরু করেছে রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশের ডিআইজি কামরুল আহসান জানান, ঈদে ঘরমুখো মানুষ যেন কোনভাবে আক্রান্ত না হয় সেজন্য রেলওয়ে পুলিশ বিশেষ নজরদারি শুরু করেছে।

স্টেশন এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্য ও গানম্যানদের এ বিষয়ে নির্দেশনা দেয়ার কথাও জানান তিনি।

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের বেশ কয়েকটি স্থানে ঢিল ছোড়ার ঘটনা ঘটে আসছে। এতে আহত হওয়ার পাশাপাশি যাত্রী নিহতের ঘটনাও ঘটেছে।গতবছর ঈদের পরদিন ১১ অগাস্ট চট্টগ্রামের ভাটিয়ারিতে চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ঢিলে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়।ওই ঘটনার পর ঢিল ছোড়া প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালায় রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার কমলাপুর স্টেশন ঘুরে ঘরমুখো যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বেশিরভগাই যানজট এড়াতে ট্রেনে করে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছেন। তবে ট্রেনে ইটপাটকেল ছোড়ার বিষয়টি তাদের ভাবিয়ে তুলেছে।কমলাপুর রেলওয়ে স্টেশনে কিশোরগঞ্জগামী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরতা আশরাফুল ইসলাম জানান, সড়ক পথে বাড়ি যেতে কত সময় লাগে ঠিক নেই। তাই এবার ঈদে ট্রেনে বাড়ি যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন ভয় হচ্ছে ট্রেনে ঢিল ছুড়ে কেউ যদি আমাদের আহত করে!

(ওএস/এটিঅার/জুলাই ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test