E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

'রাস্তার কারণে কোথাও যানজট হবে না'

২০১৪ জুলাই ২৫ ১৫:৩০:০৩
'রাস্তার কারণে কোথাও যানজট হবে না'

স্টাফ রিপোর্টার, ঢাকা : শুক্রবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদে রাস্তার কারণে কোথাও কোনো যানজট হবে না বলে।

মন্ত্রী বলেন, রাস্তায় খানাখন্দ কিংবা ভাঙার জন্য কোনো যানজট হবে না। তবে ড্রাইভার ভাইয়েরা যদি বিশৃঙ্খলা করে তবে যানজট হতে পারে। গত ১০ দিনে রাস্তার কারণে কোথায় যানজট হয়নি, কোনো সাংবাদিকও এমন খবর প্রচার করেন নি।

চালকদের ঠাণ্ডা মাথায় দেখে শুনে গাড়ি চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, রং সাইডে যান চালানোর অভ্যাস এবং বেপোরোয়া গতির কারণে যানজট হতে পারে। তাই মাথা ঠাণ্ডা রেখে যানবাহন চালান আপনারা।

বাস-ট্রাক মালিক শ্রমিকদের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা ফিটনেস বিহীন যানবাহন রাস্তায় নামাবেন না। কারণ একটি ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় ১০ মিনিট বিকল হয়ে থাকলে ১০০ কিলোমিটার যানজট তৈরি করতে পারে। যেমন দাউদকান্দি ব্রিজ সংলগ্ন যানজট হয়েছিল কার্ভাড ভ্যান আটকে থাকার কারণে।

আমি সেখানে উপস্থিত থেকে সমস্যা সমাধান করেছি।

ভারী যানচলাচল প্রসঙ্গে মন্ত্রী বলেন, আজ (শুক্রবার) থেকে পঁচনশীল দ্রব্য, ওষুধ ও গুরুত্বপূর্ণ পণ্যবাহী যান ছাড়া মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে।

(ওএস/অ/জুলাই ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test