E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে’

২০২১ অক্টোবর ৩১ ১৪:২৪:৪৮
‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে’

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকার ও চেতনা বাস্তবায়ন করতে হবে। এ ব্যতীত দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেয়া যাবে না বলে অভিমত ব্যক্ত করে একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান আবীর আহাদ বলেছেন, স্বাধীনতাকে ধ্বংস করে বাঙালি জাতিকে অন্ধকারের মধ্যে নিক্ষেপ করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের বিপক্ষের সাম্প্রদায়িক রাজাকার অপশক্তি যেখানে ঐক্যবদ্ধ হচ্ছে, সেখানে মুক্তিযুদ্ধের অন্যতম রাজনৈতিক শক্তি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদসহ অন্যান্য দলগুলো ভেঙে টুকরো টুকরো হচ্ছে! এ সুযোগে দেশের রাজনীতি চলে যাচ্ছে দুর্নীতিবাজ লুটেরা মাফিয়া ও সাম্প্রদায়িক অপশক্তির হাতে। এ অপশক্তি এখন মুক্তিযুদ্ধের প্রধান শক্তি  ক্ষমতাসীন আওয়ামী লীগকে চারদিক থেকে ঘিরে অগ্রসর হচ্ছে!

গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব সম্মেলন কক্ষে বাংলাদেশ জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবীর আহাদ বিশেষ আমন্ত্রিত অতিথির বক্তৃতাকালে একথা বলেন। বাংলাদেশ জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপনেতা বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুরসহ জাসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

(এ/এসপি/অক্টোবর ৩১, ২০২১)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test