E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সরকারি দায়িত্ব পালনে অনিয়ম-দুর্নীতিতে জড়াবেন না

২০২১ অক্টোবর ৩১ ১৬:৩২:৩৯
সরকারি দায়িত্ব পালনে অনিয়ম-দুর্নীতিতে জড়াবেন না

স্টাফ রিপোর্টার : সরকারি দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিত কোনো চাপের কারণে অনিয়ম-দুর্নীতিতে না জড়াতে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, সরকারি দায়িত্ব পালনে উদ্ভাবনী চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে। সততা, নিষ্ঠা ও পরিচ্ছন্নতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। নিজের মধ্যে দেশসেবার ব্রত ধারণ করার পাশাপাশি জনকল্যাণে কাজ করার দৃঢ় মানসিকতা রাখতে হবে।

রবিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সদ্য যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সময় তিনি এসব কথা বলেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে পদোন্নতি হচ্ছে ভালো কাজের স্বীকৃতি। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দেশের কল্যাণে নতুন দায়িত্বপ্রাপ্তদের আরও ভালোভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা পূরণ করতে হবে। অনাকাঙ্ক্ষিত কোনো চাপের কারণে অনিয়ম বা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না।

সরকারি দায়িত্ব পালনে অনিয়ম-দুর্নীতিতে জড়াবেন না

এসময় পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শ ম রেজাউল।

এতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি, মো. তৌফিকুল আরিফ ও এস এম ফেরদৌস আলমসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৯ অক্টোবর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মোট আট জন উপ-সচিব যুগ্ম-সচিব পদে পদোন্নতি পান। পদোন্নতিপ্রাপ্তরা হলেন, সুব্রত ভৌমিক, ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, হাফছা বেগম, এ জেড এম নূরুল হক, মোহাম্মদ হাবীবুর রহমান, মো. হেমায়েত হোসেন, শাহীনা ফেরদৌসি ও মোহাম্মদ আব্দুল আহাদ।

(ওএস/এসপি/অক্টোবর ৩১, ২০২১)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test