E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ক্যান্সারে উপসচিব বদরুন নাহারের মৃত্যু

২০২১ অক্টোবর ৩১ ১৭:১০:৪৬
ক্যান্সারে উপসচিব বদরুন নাহারের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ক্যান্সারে আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব বদরুন নাহার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২৯ অক্টোবর ভোরে ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি বিসিএস ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন।

রবিবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপসচিব বদরুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, বদরুন নাহার ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক কর্মকর্তাকে হারালো।

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উপসচিবের মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার (১ নভেম্বর) সকাল ১০টায় সচিবালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

(ওএস/এসপি/অক্টোবর ৩১, ২০২১)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test