E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিমানকর্মীদের শরীরে বসছে বডি ক্যামেরা

২০২৪ জানুয়ারি ০৫ ০০:১৩:১৮
বিমানকর্মীদের শরীরে বসছে বডি ক্যামেরা

স্টাফ রিপোর্টার : বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিযুক্ত নিরাপত্তাকর্মীদের শরীরে বডি ক্যামেরা স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট সমূহের একটি প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

বিমানের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এ প্রদর্শনী।

শফিউল আজিম বলেন, স্বাধীনতার পর থেকেই দেশের সব বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করছে। বিগত বছরে বিমান জিএসই বিভাগের জন্য মানসম্মত গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী কয়েক মাসে বিমান জিএসই বহরে ১০০টির বেশি উন্নত প্রযুক্তির গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট যুক্ত হবে, এতে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিযুক্ত নিরাপত্তা কর্মীদের শরীরে বডি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। সব স্টাফদের জন্য রেডিও টেলিফোন (আরটি) প্রদান করা হচ্ছে।

(ওএস/এএস/জানুয়ারি ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test