E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

২০২৪ আগস্ট ২৭ ১২:৫৩:০২
বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার : বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার অভিযান এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

সোমবার (২৬ আগস্ট) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্রুততার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ত্রাণ বিতরণের লক্ষ্যে সেনাবাহিনীর আর্মি অ্যাভিয়েশন গ্রুপ ১৫টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য, হেলিকপ্টারের মাধ্যমে ১১ জন মুমূর্ষু রোগীকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর ও ২৪ জন ব্যক্তিকে দুর্যোগপূর্ণ এলাকা হতে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ৪,৮৩৯ প্যাকেট ত্রাণ, ৫০,৪০০ লিটার বিশুদ্ধ পানি, ৫০০ মোবাইল ফোন ও এক লাখ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সিলেট, চট্টগ্রাম, ফেনী সদর, ফাজিলপুর, ছাগলনাইয়া, সোনাগাজী, পরশুরাম ও মধুগ্রাম এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বিতরণ করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।

(ওএস/এএস/আগস্ট ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test