E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’

২০২৪ সেপ্টেম্বর ২২ ১৮:৪০:১৩
‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’

ফেনী প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওনা হাসান বলেছেন, ভারতের অন্যায়-অন্যায্যার সময় সরকারি পর্যায়ে যদি কোন নিরবতা থেকে থাকতো, নিষ্ক্রিয়তা থেকে থাকতো সেই দিনটা শেষ হয়ে গেছে। এখন ভারতের ব্যপারে নিরবতার সময় নাই। 

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে ফেনীর পরশুরামের মীর্জানগরের নিজ কালিকাপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক কেটে দেওয়া বল্লারমুখ বাঁধ দেখতে এসে এসব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওনা হাসান আরও বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কুটনীতি ও অর্থনীতিও। জনগনের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জানতে এসেছি তারা কি সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছে প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা অন্যায়।

এ সময় ফেনীর জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকালে সাম্প্রতিক বন্যা, ছোট ফেনী, মহুরী, ফেনী নদীর দুপাড় ভাঙন বিষয়ে করণীয় শীর্ষক জেলা প্রশাসন কার্যালয়ে গণশুনানীতে অংশ নেন তিনি।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test