E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শহীদ পরিবারকে সহায়তা, সঙ্গে যা আনতে হবে

২০২৪ নভেম্বর ০২ ১৬:১২:৫৩
শহীদ পরিবারকে সহায়তা, সঙ্গে যা আনতে হবে

স্টাফ রিপোর্টার : স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া দেওয়া শুরু করছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। 

‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ নামে নতুন কর্মসূচির অধীনে প্রতি সপ্তাহে ২০০ পরিবারে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

আজ শনিবার (২ নভেম্বর) থেকে এই সহায়তা প্রদান কার্যক্রম শরু করবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’।

আজ ঢাকা বিভাগ নিয়ে কার্যক্রম চলবে। প্রতিটি শহীদ পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া আহতরা পাচ্ছেন এক লাখ টাকা করে।

এ বিষয়ে শুক্রবার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

এ সমন্বয়ক জানান, শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম ধাপে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে শনিবার থেকে। সঙ্গে কী কী আনতে হবে তাও জানান তিনি।

ভিডিও’র ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’। শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এর পক্ষ থেকে প্রথম ধাপে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে শনিবার।

সঙ্গে যা নিয়ে আসতে হবে তা হলো :
১.শহীদ ভাই বা বোনের এনআইডি কার্ডের ফটোকপি
২.ডেথ সার্টিফিকেট
৩. নমিনি (যার নামে অ্যাকাউন্ট তার) এনআইডি কার্ড
৪. বাবা মায়ের এনআইডি কার্ড (শহীদ ভাইয়ের স্ত্রী নমিনি হলে সাথে শহিদ ভাইয়ের বাবা/ মাকে নিয়ে আসতে হবে।

এর আগে সারজিস আলম জানিয়েছিলেন , শনিবার ২০০ পরিবারের মাঝে সহায়তা দেওয়া হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ভাগে টাকা দেওয়া হবে। প্রতি ভাগে আর্থিক সহায়তা পাবেন ৫০টি পরিবার। যেন কেউ এসে বিকেল পর্যন্ত বসে থাকতে না হয়। এজন্য ২০ জনের একটি দল প্রস্তুত রয়েছে।

(ওএস/এএস/নভেম্বর ০২, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test